বাংলা৭১নিউজ,ডেস্ক: সব দলের অংশগ্রহণে অনুষ্ঠিত ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘ইতিবাচক অগ্রগতি’ হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র।
নতুন বছরের প্রথম দিনে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ডিরেক্টর অব প্রেস এবং ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র রবার্ট প্যালাডিনো এক বিবৃতিতে এমনটা বলেছেন।
রবার্ট প্যালাডিনো বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ ও গণতন্ত্রের উন্নয়নে যুক্তরাষ্ট্রের রয়েছে গভীর মনোযোগ। এ ছাড়া বাংলাদেশে সবচেয়ে বেশি বিনিয়োগ রয়েছে তাদের এবং একক কোনো দেশ হিসেবে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের বাজারও বেশি। পাশাপাশি বাংলাদেশি বংশোদ্ভূত বিশাল জনগোষ্ঠী যুক্তরাষ্ট্রে বসবাস করছে।
মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ডিরেক্টর অব প্রেস বলেন, নির্বাচনের আগে হামলা ও সহিংসতার নির্ভরযোগ্য তথ্য তাঁরা পেয়েছেন, যেখানে সরকারবিরোধী প্রার্থী-সমর্থকরা নির্বাচনী প্রচারে বাধা পেয়েছেন। এ ছাড়া নির্বাচনের দিন ভোটে অনিয়মের ঘটনায় আস্থাহীনতা ও নির্বাচনী প্রক্রিয়ায় হতাশা তৈরি হয়েছে।
অন্যদিকে, সব পক্ষকে সহিংসতা বর্জনের আহ্বান জানিয়ে রবার্ট প্যালাডিনো বলেন, নির্বাচন কমিশনকে সব পক্ষের অভিযোগ তদন্ত করতে হবে।
গত রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণপর্ব শেষে প্রতিদ্বন্দ্বী জোট ও দলগুলোকে বহু পেছনে ফেলে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বিজয়ী হয়েছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। যদিও এই নির্বাচন নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ রয়েছে বিরোদীদের।
ফল অনুসারে দেশব্যাপী ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২৮৭টিতেই মহাজোট জয়ী হয়। বিরোধী পক্ষ জাতীয় ঐক্যফ্রন্ট পায় ছয়টি আসন। এ ছাড়া সিলেট-২ আসনে দলীয় প্রতীক উদীয়মান সূর্য নিয়ে জয়ী হন গণফোরামের সভাপতিমণ্ডলীর সদস্য মুকাব্বির খান। মহাজোটের বাইরে বরিশাল-৩ আসনে জয়ী হন জাতীয় পার্টির উন্মুক্ত প্রার্থী গোলাম কিবরিয়া টিপু। এর বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন আরো তিনজন।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে তিনটি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত আছে। সেখানে এগিয়ে আছেন ঐক্যফ্রন্ট প্রার্থী উকিল আবদুস সাত্তার। এ ছাড়া গাইবান্ধা-৩ আসনে এক প্রার্থীর মৃত্যুর কারণে সেখানে আগামী ২৭ জানুয়ারি ভোটের দিন ঠিক করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএ