বাংলা৭১নিউজ,ঢাকা: নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। অন্যথায় সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে বিএনপি। আজ সোমবার দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে একাদশ সংসদ নির্বাচনে দলের মনোনয়ন ফরম বিক্রির উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, নির্বাচনে অংশগ্রহণের জন্য মোটেও কোনো পরিবেশ নেই। নির্বাচনে অংশগ্রহণ আমাদের আন্দোলনের অংশ। এর মাধ্যমে আমরা খালেদা জিয়াকে মুক্ত করব এবং দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করব।
তিনি বলেন, সরকার ও নির্বাচন কমিশন যদি অনতিবিলম্বে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি না করে, তবে আমরা অবশ্যই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করব।
এ সময় তিনি ঠাকুরগাঁ-১ সংসদীয় আসন থেকে নির্বাচন করতে নিজের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
প্রসঙ্গত, আজ থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বিএনপি। প্রথমে সকাল ১০টা ৪৮ মিনিটে ফেনী-১ আসন থেকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান।
বগুড়া-৬ আসন থেকে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
বগুড়া-৭ আসন থেকে খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বিএনপির দফতরসূত্রে জানা গেছে, ৫ হাজার টাকায় মনোনয়ন ফরম পাওয়া যাবে দলীয কার্যালয় থেকে। ফরম জমা দেয়ার সময় অফেরতযোগ্য ২৫ হাজার টাকা জমা দিতে হবে।
বাংলা৭১নিউজ/এসএম