বাংলা৭১নিউজ,ঢাকা: মন্ত্রীদের নির্বাচনী প্রচারনা নিয়ে কঠোর হচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যেই চিঠির মাধ্যমে সতর্ক করেও দেয়া হচ্ছে মন্ত্রীদের। স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেককে আন্তর্জাতিক একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার ক্ষেত্রে নির্বাচনী প্রচারনা থেকে বিরত থাকতে বলা হয়েছে।
রোববার নির্বাচন পরিচালনা-২ শাখার যুগ্ম সচিব ফরহাদ আহম্মদ খান ওই চিঠি পাঠান। ওই চিঠিতে বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন আয়োজিত ১৯তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে যে কোনো ধরনের নির্বাচনী প্রচার থেকে স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে বিরত থাকতে বলেছেন নির্বাচন কমিশন।
আগামী ৭ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠেয় এ আন্তর্জাতিক সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রী এবং স্বাস্থ্য প্রতিমন্ত্রীকে অংশগ্রহণের অনুমতি দেয় ইসি।
তবে সেখানে অংশকে নিয়ে যে কোনো ধরণের নির্বাচনী প্রচারণামূলক কর্মকাণ্ড চালানো থেকে দূরে থাকতে হবে – এমন সিদ্ধান্তের কথাও তাদেরকে জানিয়ে দেয়া হয়।