শনিবার, ১৮ মে ২০২৪, ০১:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা কেন ঢুকবে, প্রশ্ন ওবায়দুল কাদেরের দুই ম্যাচ আগেই কিংসকে ‘উপহার’ বাফুফের বৃষ্টিতে ফরিদপুরের পাটচাষিদের ৫০ কোটি টাকা সাশ্রয় হামলা আরও জোরালো করতে পারে রাশিয়া, আশঙ্কা জেলেনস্কির ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে মেয়র তাপসের বক্তব্যের ব্যাখ্যা দিতে সংবাদ সম্মেলনে সাঈদ খোকন সকালের বৃষ্টিতে কিছুটা স্বস্তি রাজধানীবাসীর কানে ঐশ্বরিয়ার লুক নিয়ে নেটপাড়ায় হাসির রোল টাঙ্গাইলে বজ্রপাতে প্রাণ গেলো ২ ভাইয়ের ভারতে চলন্ত বাসে আগুন, ৮ জনের প্রাণহানি বাংলাদেশের তরুণীকে ভারতে নিয়ে পতিতাবৃত্তি, আজ আদালতের রায় ইভিএম ব্যবহারে ব্যাপক প্রচারের নির্দেশ ইসির ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট সাতক্ষীরায় ট্রাক উল্টে ২ শ্রমিক নিহত, আহত ১০ হজযাত্রীদের হেলথ চেকআপে বিকাশ পেমেন্টে ছাড় মদিনায় চলতি বছরে প্রথম বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু মঞ্চেই জুতা ছিঁড়লো মমতার, সেফটিপিন লাগিয়ে পা মেলালেন নৃত্যে শারজাহ থেকে আসা যাত্রীর শরীরে মিললো সাড়ে চার কোটি টাকার সোনা কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে রাফায় হামলা: দীর্ঘ মেয়াদে যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত হামাস

নির্বাচনী প্রচারণায় প্রতিপক্ষের হামলায় আহত ১৫

নোয়াখালী প্রতিনিধি:
  • আপলোড সময় শনিবার, ২৮ মে, ২০২২
  • ২৩ বার পড়া হয়েছে

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ১নং হরণী ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণাকালে স্বতন্ত্র চেয়ারম্যান ঘোড়া প্রতীকের প্রার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ কর্মকর্তা’সহ অন্তত ১৫ জন আহত হয়েছে। 

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে হাতিয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন, পুলিশের বিশেষ শাখার সহকারী উপ-পরিদর্শক কাউসার, ১নং হরণী ইউনিয়নের সদস্য প্রার্থী সালাউদ্দিন, মাহাবুবুর রহমান, আলমগীর হোসেন, ছিদ্দিক উল্যাহ, স্বতন্ত্র ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থক নিজাম উদ্দিন, মো. হানিফ, সানা উল্যাহ, মো. নিজামসহ অন্তত ১৫ জন।

স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ১৫ জুন হাতিয়ার ১নং হরণী ইউনিয়নের নির্বাচনকে সামনে রেখে শনিবার বিকেলে প্রচারণায় নামে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুশফিকুর রহমান মোর্শেদ। তারা মোটরসাইকেল শোডাউন নিয়ে হাতিয়া বাজার গেলে নৌকা প্রতীকের প্রার্থী আক্তার হোসেনের সমর্থকরা পথরোধ করে হামলা চালায়। এসময় জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) সহকারী উপ-পরিদর্শক কাউসার, কয়েকজন মেম্বার প্রার্থী ও স্বতন্ত্র ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর লোকজন আহত হয়। এ সময় হামলাকারীরা অন্তত ৫টি মোটরসাইকেল ভাঙচুর করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুশফিকুর রহমান মোর্শেদ জানান, নৌকা প্রতীকের প্রার্থী আক্তার হোসেনের লোকজন তার প্রচারণায় হামলা চালায়। এ সময় কযেকজন মেম্বারপ্রার্থীসহ তার অন্তত ১৪ সমর্থক আহত হয়।

এ বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করেও আক্তার হোসেনকে পাওয়া যায়নি। 

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, এই হামলার ঘটনায় কারা জড়িত তা নিশ্চিত করতে অভিযান করছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com