নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ১নং হরণী ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণাকালে স্বতন্ত্র চেয়ারম্যান ঘোড়া প্রতীকের প্রার্থীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ কর্মকর্তা’সহ অন্তত ১৫ জন আহত হয়েছে।
শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে হাতিয়া বাজারে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হচ্ছেন, পুলিশের বিশেষ শাখার সহকারী উপ-পরিদর্শক কাউসার, ১নং হরণী ইউনিয়নের সদস্য প্রার্থী সালাউদ্দিন, মাহাবুবুর রহমান, আলমগীর হোসেন, ছিদ্দিক উল্যাহ, স্বতন্ত্র ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থক নিজাম উদ্দিন, মো. হানিফ, সানা উল্যাহ, মো. নিজামসহ অন্তত ১৫ জন।
স্থানীয় সূত্রে জানা যায়, আগামী ১৫ জুন হাতিয়ার ১নং হরণী ইউনিয়নের নির্বাচনকে সামনে রেখে শনিবার বিকেলে প্রচারণায় নামে ঘোড়া প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুশফিকুর রহমান মোর্শেদ। তারা মোটরসাইকেল শোডাউন নিয়ে হাতিয়া বাজার গেলে নৌকা প্রতীকের প্রার্থী আক্তার হোসেনের সমর্থকরা পথরোধ করে হামলা চালায়। এসময় জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) সহকারী উপ-পরিদর্শক কাউসার, কয়েকজন মেম্বার প্রার্থী ও স্বতন্ত্র ঘোড়া প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর লোকজন আহত হয়। এ সময় হামলাকারীরা অন্তত ৫টি মোটরসাইকেল ভাঙচুর করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মুশফিকুর রহমান মোর্শেদ জানান, নৌকা প্রতীকের প্রার্থী আক্তার হোসেনের লোকজন তার প্রচারণায় হামলা চালায়। এ সময় কযেকজন মেম্বারপ্রার্থীসহ তার অন্তত ১৪ সমর্থক আহত হয়।
এ বিষয়ে যোগাযোগ করার চেষ্টা করেও আক্তার হোসেনকে পাওয়া যায়নি।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন জানান, এই হামলার ঘটনায় কারা জড়িত তা নিশ্চিত করতে অভিযান করছে পুলিশ। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচ