বাংলা৭১নিউজ,নাটোর প্রতিনিধি: নাটোরে নির্বাচনী নিরাপত্তায় ১৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে ৫৩ বিজিবির সদস্যরা মঙ্গলবার সন্ধ্যায় নাটোরের শংকর গোবিন্দ চৌধুরী ইনডোর স্টেডিয়ামে এসে পৌঁছেছেন।
একজন কমান্ডিং অফিসারে অধীনে জেলার চারটি স্থানে ১৪ প্লাটুনের ২৮০ জন বিজিবি সদস্য মোতায়েন থাকবেন। বিজিবি সদস্যরা নির্বাচন অনুষ্ঠানের জন্য এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিশ্চিত করতে অন্যান্য বাহিনীর পাশাপাশি কাজ করবে।
নাটোরের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মুহম্মদ শাহরিয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলা৭১নিউজ/এসএইচ