বাংলা৭১নিউজ, মোঃ মনজুর-ই-মওলা সাব্বির, নাটোর প্রতিনিধি: যে বয়সে একটি শিশু হামাগুড়ি দিয়ে মাতিয়ে রাখবে মা বাবাসহ পাড়াপ্রতিবেশীকে। সেই বয়সেই ধীরে ধীরে অসাড় হয়ে নির্বাক তাকিয়ে থাকে ছোট্ট শিশু সুমনা। মাত্র এক বছর তিন মাস বয়স তার। বাড়ি নাটোর সদর উপজেলার চাঁদপুর গ্রামে।
বাবা সুমন হোসেন দরিদ্র কৃষিজীবী মানুষ। সম্প্রতি সুমনার মাথায় টিউমার ধরা পড়েছে। আত্মীয়-স্বজনদের সহযোগিতায় স্থানীয়ভাবে মেয়ের চিকিৎসা করিয়েছেন সুমন হোসেন। কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারী বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ মোঃ মোতাশিমুল হাসান শিপলু জানান, শিশু সুমনা Enlarged head with weakness of limbs রোগে ভুগছে। যার ফলে শিশুটির মাথা ক্রমেই বড় হয়ে যাচ্ছে। এতে শিশুটি স্বাভাবিক অবস্থায় থাকতে পারছে না। দ্রুত সুমনাকে ভারতে নিয়ে গিয়ে উন্নত চিকিৎসা দিতে হবে। এতে প্রায় দুই লক্ষ টাকা খরচ হবে। কিন্তু সে সামর্থ নেই সুমনার বাবা সুমন হোসেনের। চিকিৎসা করাতে না পারলে মেয়েকে বাঁচানো সম্ভব হবে না। এ অবস্থায় সুমন হোসেন চোখে অন্ধকার দেখছেন। অসুস্থ মেয়েটিকে নিয়ে ছুটছেন মানুষের দ্বারে দ্বারে। কাতর কণ্ঠে তিনি তার মেয়ের সুচিকিৎসা দিতে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতা দিতে হৃদয়বান বিত্তবানদের প্রতি আকুল আবেদন জানিয়েছেন।
সুমনাকে সহযোগিতা করার ঠিকানা। সুমনার পিতাঃ- মোঃ সুমন হোসেন। চাঁদপুর, নাটোর। বিকাশ নং ০১৭৫২০০২২২৮, সাংবাদিক বাপ্পী লাহিড়ী, সভাপতি, নাটোর টিভি রিপোর্টার্স ইউনিটি, কানাইখালি, নাটোর। বিকাশ নং ০১৭১১১৯৫৯০৪।
বাংলা৭১নিউজ/জেএস