জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫১তম ব্যাচের ক্লাস শুরু হয়েছে ৩১ জানুয়ারি। ক্লাস শুরুর দ্বিতীয় দিনই ঘাতক বাইকের ধাক্কায় গুরুতর আহত হয়ে আইসিইউতে ভর্তি হতে হল সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী জাহিদ হাসানকে। ডাক্তাররা জানিয়েছেন, জাহিদ এখনো আশঙ্কামুক্ত নন। গত তিন মাসের ব্যবধানে এই নিয়ে তিনটি ভয়ানক সড়ক দুর্ঘটনা দেখলো জাবির শিক্ষক-শিক্ষার্থীরা। বেপরোয়া বাইক আর অটোরিকশা এখন বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীদের জন্য হয়ে উঠেছে আতঙ্ক।
আজ রবিবার, নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ। বিভাগটির সাথে সংহতি জানিয়ে মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরাও। বক্তারা প্রশ্ন তুলেছেন, তবে কি কারো মৃত্যুর অপেক্ষায় আছে বিশ্ববিদ্যালয় প্রশাসন? শুধু আহত হওয়ার ঘটনা ঘটায় এখনো বোধোদয় হয়নি তাদের?
সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন রাস্তায় মানববন্ধনে সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সভাপতি সহযোগী অধ্যাপক রাকিব আহমেদ বলেন, “২০২২ সালের জানুয়ারিতেও আমাদের বিভাগের ৪৭তম ব্যাচের পূজা মজুমদারের সাথে ঘটে যাওয়া ভয়াবহ অটোরিকশা দুর্ঘটনার বিচার চেয়ে আমরা মানববন্ধন করেছিলাম। এক বছরের ব্যবধানে আজ আবারও দাঁড়াতে হল জাহিদের জন্য। আর কোনো শিক্ষার্থীর জন্য আমরা দাঁড়াতে চাই না। প্রশাসনের উদ্দেশ্যে বলছি, আমাদেরকে নিরাপদ ক্যাম্পাসের নিশ্চয়তা দিন। আমরা আতঙ্ক নিয়ে ক্যাম্পাসে চলতে চাই না।”
জানা যায়, গত বছরের নভেম্বরে ব্রেকবিহীন অটোরিকশার ধাক্কায় আহত হন দর্শন বিভাগের সামিয়া জামান (৪৮ব্যাচ)। গেল ২৯ জানুয়ারি বাইক দুর্ঘটনায় ভেঙে যাওয়া পা নিয়ে হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের আরেক শিক্ষার্থী মারিয়া মোল্লা মিম (৪৬ ব্যাচ)।
মানববন্ধন শেষে উপাচার্য বরাবর পাঁচ দফা সম্বলিত স্মারকলিপি দেন সাংবাদিকতা বিভাগটির শিক্ষক-শিক্ষার্থীরা। দাবিগুলো হচ্ছে- দ্রুততম সময়ের মধ্যে অভিযুক্ত শিক্ষার্থীর শাস্তি নিশ্চিত করা, লাইসেন্স বিহীন মোটরবাইক ও অবৈধ অটোরিকশা বন্ধ করা, প্রয়োজনীয় স্পিডব্রেকার ও ফুটপাত নির্মাণ এবং সড়কবাতির সংখ্যা বৃদ্ধিকরণ।
উপাচার্য অধ্যাপক ড. নূরুল আলম বলেন, “শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা নেয়া হবে। অভিযুক্ত শিক্ষার্থীকে আগামী সাত কর্ম দিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছে। তার উত্তর পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডে তার বিষয়ে পরবর্তি সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, ২রা ফেব্রুয়ারি সন্ধ্যায় প্রথম বর্ষের শিক্ষার্থী জাহিদ হাসানকে চলন্ত বাইকের ধাক্কায় টেনে হিচড়ে সামনে নিয়ে যায় দর্শন বিভাগের ছাত্র ফেরদৌস মাহমুদ নিওন (৪৫ব্যাচ)। মাথায় গুরুতর আহত হয়ে জাহিদ এখন সাভারের এনাম মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন। দুর্ঘটনার রাতেই সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা উপাচার্যের বাসভবনের সামনে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ মিছিল করে।
বাংলা৭১নিউজ/এসএম