গ্রামীণ পর্যায়ে ৩৬ লাখ মানুষের স্বাস্থ্যকর স্যানিটেশন ও ৬ লাখ মানুষের নিরাপদ পানির প্রাপ্যতা নিশ্চিত করতে ২০ কোটি ডলার ঋণ দিল বিশ্বব্যাংক।
মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) এ বিষয়ে বিশ্বব্যাংক ও বাংলাদেশের মধ্যে একটি ঋণচুক্তি সই হয়। মানবসম্পদ উন্নয়ন প্রকল্পের আওয়ায় ‘ওয়াশ’ সিলেট, চট্টগ্রাম, রংপুর ও ময়মনসিংহ বিভাগের ৭৮টি উপজেলায় এই প্রকল্প বাস্তবায়ন করবে। গ্রামীণ পানি, স্যানিটেশন, স্বাস্থ্যকর অর্থাৎ ওয়াশ
বিশ্বব্যাংক জানিয়েছে, এই প্রকল্পের আওতায় বাজার, বাস স্টেশনসহ জনঘন স্থানে ৩১২টি পাবলিক টয়লেট, ২ হাজার ৫১৪টি হাত ধোয়ার কেন্দ্র স্থাপন করা হবে। দেশের ১ হাজার ২৮০টি কমিউনিটি ক্লিনিকে বাড়তি সুবিধা দেয়া হবে এই প্রকল্পের আওতায়।
৩০ বছর মেয়াদী এই ঋণের গ্রেস পরিয়ড ধরা হয়েছে ৫ বছর।
বাংলা৭১নিউজ/সর