বাংলা৭১নিউজ, ঢাকা: সার্চ কমিটিতে আসা সদস্যদের বিরুদ্ধে ‘শাসক দলের সঙ্গে সম্পৃক্ততা’র অভিযোগ তুলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই প্রেক্ষাপটে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের কোনো আশা দেখছে না তার দল।
আজ দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি এই বিষয়ে গণমাধ্যমের সামনে কথা বলেন।
যুবদলের নতুন কমিটি ঘোষণা উপলক্ষে সংগঠনটির নেতা-কর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপি মহাসচিব।
তিনি বলেন, ‘যে সার্চ কমিটি গঠন করা হয়েছে তার প্রায় সকল সদস্য আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। কাজেই তাদের দ্বারা নির্বাচন কমিশন কতটুকু নিরপেক্ষ হবে, সে সম্পর্কে আমরা (বিএনপি) সন্দিহান।’
বিএনপির মহাসচিব বলেন, ‘বাংলাদেশের সাধারণ জনগণের প্রত্যাশা ছিল রাজনৈতিক সংকট নিরসনে একটি নিরপেক্ষ সার্চ কমিটি ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা হবে। কিন্তু ইতিমধ্যে গঠিত সার্চ কমিটি জনগণের সেই আশা-আকাঙ্খা পূরণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।’
একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি এই সার্চ কমিটি থেকে নতুন করে কোনো আশা দেখতে পাচ্ছে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
তিনি বলেন, ‘জনগণের প্রত্যাশা পূরণে দলীয় সব কিছুর ঊর্ধ্বে উঠে সার্চ কমিটি কাজ করতে পারবে কি না জানি না। তবে আশাবাদী নই। কারণ এই সার্চ কমিটি গঠনে আমরা আশাহত, কিছুটা ক্ষুব্ধ হয়েছি।’
এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘জাতিসংঘ ও ঢাকায় নিযুক্ত কয়েকটি দেশের কূটনৈতিকবৃন্দের উদ্যোগ যদি সার্চ কমিটি গঠনের আগে হতো তাহলে কার্যকর ও ফলপ্রসূ হতে পারত। এখন কতটা ফলপ্রসূ হবে সে বিষয়ে আগাম কিছুই বলতে চাই না। তবে শুধু এটুকু বলব, অতীতে জাতিসংঘের উদ্যোগ সফল হয়নি।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে অধিকার আদায়ে দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে আন্দোলন গড়ে তুলতে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সহ স্বেচ্ছাবিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকুসহ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলা৭১নিউজ/এন