বাংলা৭১নিউজ,ঢাকা: বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধনের পরও অনেক গ্রাহকের সিম বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকালে বিভিন্ন মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ারে গিয়ে দেখা যায় অনেকে আজও সিম নিবন্ধন করছেন।
এসময় অধিকাংশ গ্রাহক অভিযোগ করে বলেছেন, নির্ধারিত সময়ের আগে নিবন্ধন করলেও ৩১ মে রাত ১২টার পর তাদের সিম বন্ধ করে দেওয়া হয়। নির্ধারিত তারিখ পেরিয়ে গেলেও আজও অনেক গ্রাহককে সিম নিবন্ধন করতে দেখা যায়। বিটিআরসির নিয়ম অনুযায়ী ১ জুন থেকে সিম নিবন্ধন করতে ১৫০ টাকা ফি নেওয়ার কথা থাকলেও, অপারেটররা তা বিনামূল্যেই করে দিচ্ছেন।
বাংলা৭১নিউজ/এসএইস