বাংলা৭১নিউজ, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রো হলরুমে মঙ্গলবার নিপাহ ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও প.প. কার্যালয়ের আয়োজনে ও ফরিদপুর সিভিল সার্জন অফিসের সহযোগিতায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের নবগত সিভিল সার্জন জাহাঙ্গীর কবির চৌধুরী।
উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. তাপস বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, ফরিদপুর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. হাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ. রহিম, সূর্য্যরে হাসি ক্লিনিক (বামানেহ) ম্যানেজার মো. রবিউল ইসলাম প্রমুখ।
কর্মশালায় জানানো হয় নিপাহ একটি ভাইরাসজনিত রোগ যা খেজুরের কাচা রস এবং বাদুরের আংশিক খাওয়া কোন ফল খেলে মানুষের সংক্রমিত হয়।
এ রোগের প্রধান লক্ষণগুলো হচ্ছে জ্বরসহ মাথা ব্যাথা, খিঁচুনি, প্রলাপ বকা, অজ্ঞান হওয়াসহ কোন কোন ক্ষেত্রে শ্বাসকষ্ট।
বাংলা৭১নিউজ/জেএস