বাংলা৭১নিউজ, পটুয়াখালী প্রতিনিধি: জাতীয় সংসদের চীফ হুইপ আসম ফিরোজ এমপি বলেছেন, আগে শিক্ষক ছিল পাকা আর স্কুল ছিল কাঁচা, এখন স্কুল হয়েছে পাকা আর শিক্ষক হয়েছে কাঁচা। এখন কোটা থাকছেনা মেধার ভিত্তিতে চাকুরী হবে, তাই পটুয়াখালীর শিক্ষার্থীদেরকে অধিক হারে লেখাপড়ায় মনোযোগী হতে হবে।
বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর নেতৃত্বে মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাই ১ উৎক্ষেপন করে বিশ্বের দরবারে দেশকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সাথে দীর্ঘদিনের সীমানা বিরোধ নিষ্পত্তি করেছে, সমুদ্র জয় করে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিচ্ছে। নিন্দুকেরা বঙ্গবন্ধু স্যাটেলাইট ১ উৎক্ষেপনের সমালোচনা করছে। তারা দেশেরে মঙ্গল চায়না।
আমরা পটুয়াখালীর মানুষ দাবী না করলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পায়রা বন্দর স্থাপন করেছে, ১৩২০ মেঘাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের নির্মান শেষ হতে না হতেই আরও ২০ হাজার মেঘাওয়াট বিদ্যুৎ উদপাদনের জন্য ৫টি বিদ্যুৎ কেন্দ্র নির্মানের মেঘা প্রজেক্ট হাতে নিয়েছে, বরিশাল থেকে কুয়াকাটা পর্যন্ত ফোর লেনের রাস্তা নির্মানের কাজ শুরু হয়েছে, রেল লাইনের কাজও শীঘ্র শুরু করতে যাচ্ছে সরকার।
এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহবান জানান চীফ হুইপ। তিনি সোমবার বিকেলে জেলা শিশু একাডেমিতে পটুয়াখালী চেম্বারের আয়োজনে ২০১৭সালের পিএসসি, জেএসসি ও এইচএসসি পরীক্ষায় চেম্বার সদস্যদের জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থী সন্তানদের মেধাবী সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
দি- পটুয়াখালী চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মহিউদ্দিন আহম্মেদ এর সভাপতিত্বে সহসভাপতি খন্দকার ফরহাদুজ্জামান বাদলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান মোহন, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নুরুল হাফিজ, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী আলমগীর। মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ২০১৭ সালে কুয়ালামপুরে আন্তর্জাতিক অংক প্রতিযোগিতায় পুরস্কার প্রাপ্ত তেহেমী দাইয়ান খান, কানিজ ফাতিমা, নুসরাত জাহান তিষা, স্বপ্নীল ফারিয়া প্রমি, সাজেরিন রহমান, চেম্বার সদস্য তৌফিকুর রহমান, জাকির মাহমুদ সেলিম, এড. হুমায়ুন কবির প্রমুখ। অনুষ্ঠানে পিএসসি, জেএসসি, এসএসসি ও এইচ এসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৫৬জন মেধাবীকে ক্রেস্ট, সনদপত্র ও ‘বঙ্গবন্ধু অসমাপ্ত আত্মজীবনী’ বইসহ বিভিন্ন উপকরন প্রদান করেন অতিথিবৃন্দ।
বাংলা৭১নিউজ/জেএস