বাংলা৭১নিউজ ডেস্ক: নিদাহাস ট্রফির ফাইনাল ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ।শিরোপার ম্যাচে টস জিতেও ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায়। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত মোট চারবার স্বপ্নভঙ্গের গল্পই লেখা হয়েছে। চারটি ফাইনালেই জয়ের খুব কাছেকাছি গিয়েও হাত থেকে ফসকে গিয়েছে শিরোপা। আবার স্বপ্ন দেখাচ্ছে বাংলাদেশ দল। নিদাহাস ট্রফিতে দুটি দারুণ জয়ই প্রত্যাশার পারদ উঁচুতে তুলেছে টাইগাররা। এবার নতুন গল্প রচনা করতে মরিয়া সাকিব আল হাসানের দল। তবে রোববার কলম্বোতে টস ভাগ্য বাংলাদেশের সঙ্গে যায়নি।
তবে স্বপ্নের এ ফাইনালে ঝড়ের পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া বার্তা। তাও বজ্রবিদ্যুৎসহ ঝড়। কলম্বোর আকাশে এখন মেঘের ঘনঘটা। এমন দিনে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা একাদশের উপরই আস্থা রেখেছে বাংলাদেশ দল। তবে পরিবর্তন আছে ভারতীয় দলে। শেষ ম্যাচে সুযোগ পাওয়া মোহাম্মদ সিরাজকে বাদ দিয়েছে দলটি। তার পরিবর্তে জয়দেব উনাদকাটকে ফিরিয়ে এনেছে তারা।
বাংলাদেশ : সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও নাজমুল ইসলাম অপু।
ভারত : রোহিত শর্মা (অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, সুরেশ রায়না, মনিশ পান্ডে, দিনেশ কার্তিক, ওয়াশিংটন সুন্দর, বিজয় শঙ্কর, শারদুল ঠাকুর, জয়দেব উনাদকাট ও যুজবেন্দ্র চাহাল।
বাংলা৭১নিউজ/জেএস