বাংলা৭১নিউজ,(চাঁদপুর)প্রতিনিধি: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় গায়ে কেরোসিন ঢেলে এক মাদ্রাসাছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছে। ওই ছাত্রীর নাম সিপা আক্তার (১৭)।
শনিবার বিকাল ৫টার দিকে উপজেলার পৌরসভাধীন ৫নং ওয়ার্ডের ট্রাক রোডে এ ঘটনা ঘটে।
গুরুতর আহতাবস্থায় ওই ছাত্রীকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে তার অবস্থার অবনতি ঘটলে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আহত ছাত্রী সিপা আক্তার উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের কাইজাঙ্গা গ্রামের প্রবাসী দেলোয়ার হোসেনের মেয়ে। সে হাজীগঞ্জ দারুল উলুম আহমাদিয়া কামিল মাদ্রাসার ১০ম শ্রেণির শিক্ষার্থী।
হাজীগঞ্জ থানার ওসি মো. আলমগীর হোসেন রনি জানান, খবর পেয়ে হাসপাতালে গেছি। আগুনে শিক্ষার্থীর প্রায় ৭০ শতাংশ পুড়ে গেছে।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জানান, আগুনে মেয়েটির শরীর ৭০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক চিকিৎসা শেষে মেয়েটিকে কুমিল্লায় স্থানান্তর করা হয়েছে।
এ ব্যাপারে বিস্তারিত জানতে সিপার মা শিল্পীর মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনটি বন্ধ পাওয়া যায়।
তবে তার এক নিকটাত্মীয় জানান, শিল্পী তার মেয়েকে নিয়ে কুমিল্লা হাসপাতালে রয়েছে। তবে তার মেয়ের অবস্থা আশঙ্কজনক।
বাংলা৭১নিউজ/এসআর