নির্বাচনী প্রচারণা সভায় নাটোর-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বিগত ১৫ বছরে আপনাদের সন্তান পলক যা করেছে বিগত ৪০ বছরে এর চেয়ে বেশি কেউ করতে পারেনি। তাহলে আমার দু-চারটা ভুল যদি থাকে তাহলে কি মাপ করা যাবে না?
শনিবার (৩০ ডিসেম্বর) সকালে নাটোরের সিংড়া উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের পাওটা গ্রামে প্রচারণা শেষে এক পথসভায় এ কথা বলে তার ভুলত্রুটির জন্য ভোটারদের কাছে ক্ষমা চান পলক।
প্রতিমন্ত্রী পলক এসময় বলেন, আমার ভুলের কি কোনো ক্ষমা নেই? আমি কিন্তু আপনাদের কাছে শুধু ভোট চাই না। আমি আপনাদের ভোট এবং হৃদয়ের ভালোবাসা চাই।
পলক বলেন, যে কাজ করে তার ভুল হয়। আর কাজ যে করে না তার ভুল হয় না। আমি ফেরেশতা না, তাই ভুলত্রুটির ঊর্ধ্বে না। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকা মার্কায় ভোট প্রদানের জন্য ভোটারের কাছে আহ্বান করেন পলক।
এসময় উপস্থিত ছিলেন ছাতারদিঘী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আলতাব হোসেন আকন্দ, উপজেলা যুবলীগের সদস্য শামীম হোসেন বাদশা প্রমুখ।
বাংলা৭১নিউজ/এসএইচ