নোয়াখালীর বেগমগঞ্জে নিজের বাড়িতে ইয়াবা সেবন করতে নিষেধ করায় শহীদুল ইসলাম (২৭) নামের এক অটোরিকশাচালককে গুলি করেছে ইয়াবা সেবনকারীরা।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের এরাদ উল্যা মুন্সির বাড়ি সংলগ্ন পুলের ওপর এ ঘটনা ঘটে। শহীদুল ইসলাম দ্বীপপুর গ্রামের আবুল কালামের ছেলে।
শহীদুলের বড় ভাই মো. মহিন অভিযোগ করে বলেন, স্থানীয় সন্ত্রাসী রকি বাহিনীর সদস্যরা আমাদের নতুন বাড়িতে বসে ইয়াবা সেবন করতো। শহীদুল ওদের বাড়িতে ইয়াবা সেবন করতে নিষেধ করে। এতে রকি বাহিনীর সদস্যরা ক্ষুব্ধ হয়ে উঠে।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার দুপুরে বাড়ি থেকে চন্দ্রগঞ্জ বাজার যাওয়ার পথে রকি বাহিনীর সদস্য সাদ্দাম শহীদুলের গতিরোধ করে গুলি ছুড়ে। দ্রুত তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
বাংলা৭১নিউজ/এসএইচ