নিজের পোস্টার অপসারণের মধ্য দিয়ে পৌর এলাকার সৌন্দর্য বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ পুনরায় চালু করেছেন নোয়াখালীর বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আবদুল কাদের মির্জা।
বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে তিনি বসুরহাট পৌরসভার বঙ্গবন্ধু চত্বরে নির্বাচনের সময় নিজের সাঁটানো পোস্টার নিজ হাতে অপসারণ করেন মির্জা কাদের।
এর আগে বিভিন্ন বক্তব্যে তিনি বসুরহাটকে পোস্টার-ব্যানারমুক্ত, যানজটমুক্ত, ধূমপানমুক্ত, বিলবোর্ডমুক্ত, পরিষ্কার-পরিচ্ছন্ন আধুনিক ‘সিঙ্গাপুর নগরীর’ মতো ক্লিন শহরে পরিণত করার ঘোষণা দিয়ে আসছিলেন।
এ সময় বসুরহাট পৌরসভার নবনির্বাচিত কাউন্সিলররা ছাড়াও দলীয় নেতাকর্মীসহ বাজারের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান মেয়র আবদুল কাদের মির্জা।
বাংলা৭১নিউজ/এবি