বাংলা৭১নিউজ, ঢাকা: ইংলিশদের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি রুদ্ধশ্বাস পরাজয়, দ্বিতীয়টি দুর্দান্ত জয় আর শেষ ম্যাচে হাত ফসকে জয়ছাড়া বাংলাদেশের। সবমিলে চুলচেরা হিসাব কষলে সিরিজটা খুব একটা খারাপ করেনি টাইগাররা। দাঁতে দাঁত লাগিয়ে প্রতিটি ম্যাচে লড়াই করেছে মাশরাফি বাহিনী।
ইংল্যান্ডের কাছে ৪ উইকেটে হারের ফলে সিরিজটা আর জেতা হল না বাংলাদেশের। তাতে কি! ভুল শুধরে ফের নতুন উদ্যমে মাঠে ফিরবে বাংলাদেশ।
টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের কথায় এমন আভাসই মিলল। নিজের ফেইসবুক পেজে সাকিব লিখেছেন, ‘নিজেদের সংশোধন করে নিচ্ছি যেন সামনে আর কখনো হার মানতে না হয়।’
সেই সঙ্গে তিনি ইংরেজিতে লিখেছেন, ‘Learning it the hard way to better’
বাংলা৭১নিউজ/এস