বাংলা৭১নিউজ,পাবনা : মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত জামায়াতে ইসলামীর আমীর মতিউর রহমান নিজামীর ফাঁসি কাযর্করের পর বুধবার ভরে তার লাশ গ্রামের বাড়ি পাবনায় পৌঁছায়।
আইন শৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্টদের কাজ ছিল উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিজামীর লাশ বুঝিয়ে দেওয়া। নির্বাহী কর্মকর্তা লাশ বুঝিয়েও নেন। ৬.৫৩ মিনিটে মনমথপুর গোরস্থান চত্বরে জানাজাস্থলে লাশ নেওয়া হয়। ৭.৩ মিনিটে তার দাফন সম্পন্ন হয়।
জানাজার নামাজ পড়ান মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নাজিম মোমিন।
এরপর মনমথপুর গোরস্থানে তাকে দাফন করা হয়। গোটা এলাকা বিজিবিসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী স্কট করে রাখে পুরো এলাকা। যে কোন নাশকতা মূলক পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুতি ছিল শৃঙ্খলা বাহিনী।
বাংলা৭১নিউজ/এম