বাংলা৭১নিউজ,নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রামের তিরাইল পূর্বপাড়ায় নিখোঁজের তিন দিন পর পুকুর থেকে সিয়াম হোসেন নামের ৪ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী জানায়, শিশু সিয়াম গত ৩০ এপ্রিল থেকে নিখোঁজ ছিল। বৃহস্পতিবার সকালে তার বাড়ির পার্শের পুকুরে তার লাশ ভেসে উঠলে এলকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তারা আরো জানায়, শিশুটি জন্মগ্রহণের আগেই তার পিতা মিন্টু শেখ তার মা সীমা খাতুনকে তালাক দেন। জন্মের পর থেকেই মায়ের সাথে তিরাইল পূর্বপাড়ায় নানা বাড়িতে থাকতো সিয়াম।
বড়াইগ্রাম থানার ওসি শাহরিয়ার খান প্রাথমিক ভাবে জানান, ৩০ এপ্রিল শিশুটি পরিবারের সকলের অজান্তে বাড়ির পার্শের পুকুরে পরে গিয়েছিলো। এরপর তার আর খোঁজ পাওয়া যায়নি। আজ সকালে তার লাশ ভেসে উঠে। তবে এই ঘটনার সাথে অন্যকোন ঘটনা জড়িত আছে কিনা তার তদন্ত চলছে।
বাংলা৭১নিউজ/জেএস