বাংলা৭১নিউজ,ডেস্ক: দীপবীরের পথই যেন অনুসরণ করে চলছেন প্রিয়ঙ্কা চোপড়া আর নিক জোনাস। তাঁদের বিয়ের ছবি দেখার জন্য যত আকুল হচ্ছেন ভক্তরা, ততই যেন কম ছবি প্রকাশ্যে আনছেন এই সেলিব্রিটি কাপল। সম্প্রতি সামনে এসেছে হিন্দু মতে তাঁদের বিয়ের কিছু ছবি। দেখে নিন সেই চোখধাঁধানো ছবিগুলি।
যোধপুরের উমেদ ভবনে প্রথমে খ্রিস্টান মতে বিয়ে। ঠিক তার পরের দিন অর্থাৎ ২ ডিসেম্বর আবার হিন্দু মতে প্রিয়ঙ্কার গলায় মালা পরিয়েছিলেন নিক জোনাস। তবে সঙ্গীত থেকে মেহেন্দি কিছুই বাদ দেননি বলিউডের পিগি চপস।
মেহেন্দি অনুষ্ঠান আর সঙ্গীত অনুষ্ঠানের বেশ কিছু ছবি শেয়ার করেছিলেন নিক আর প্রিয়ঙ্কা। তবে বরমালা অনুষ্ঠানের এই ছবি দেখে মন মজেছে নেটিজেনদের। বরের গলায় মালা পরাতে গিয়ে হেসে কুটোপাটি খাচ্ছেন প্রিয়ঙ্কা।
রিসেপশন পার্টিও দিতে শুরু করেছেন নিক জোনাস এবং প্রিয়ঙ্কা চোপড়া। ইতিমধ্যেই দিল্লিতে জাঁকজমক একটি পার্টি দিয়েছেন নবদম্পতি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও উপস্থিত ছিলেন সেই পার্টিতে। কিন্তু বলিউড? বলিসূত্রের খবর, ১৫ বা ১৬ ডিসেম্বর মুম্বইতে ইন্ডাস্ট্রি বন্ধুদের জন্য পার্টি দিচ্ছেন পিগি চপস।
বিয়েতে নিক-প্রিয়ঙ্কার ১৮ ফুটের কেক কাটা নিয়ে সমস্ত মিমস-এরও জবাব দিলেন পিগি চপস। বললেন, ‘‘এই মুহূর্তে আমি খুব খুশি। আর কোনও নেগেটিভ কথাবার্তা তাতে কোনও প্রভাবও ফেলতে পারবে না।’’
বাংলা৭১নিউজ/এস এইস