বাংলা৭১নিউজ, ডেস্ক: আফ্রিকা সফরে নিউ জিল্যান্ডের টেস্ট দলে ডাক পেয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান জিত রাভাল। দলে ফিরেছেন লেগ স্পিনার ইশ সোধি, তবে ১৬ সদস্যের দলে জায়গা হয়নি অলরাউন্ডার কোরি অ্যান্ডারসনের।
আফ্রিকা সফরে নিউ জিল্যান্ডের টেস্ট দলে ডাক পেয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান জিত রাভাল। দলে ফিরেছেন লেগ স্পিনার ইশ সোধি, তবে ১৬ সদস্যের দলে জায়গা হয়নি অলরাউন্ডার কোরি অ্যান্ডারসনের।
আফ্রিকা সফরে জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুটি করে টেস্ট খেলবে কেন উইলিয়ামসনের দল।
গুজরাটে জন্ম নেওয়া অকল্যান্ডের বাঁহাতি ব্যাটসম্যান রাভাল ঘরোয়া ক্রিকেটে ও ‘এ’ দলের হয়ে ভালো খেলার পুরস্কার পেলেন। প্লাঙ্কেট ট্রফিতে গত বছর ৫৫.৭১ গড়ে রান করেন তিনি। সেই পারফরম্যান্সই তৃতীয় উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে দলে এনেছে তাকে। দলে অন্য দুই উদ্বোধনী ব্যাটসম্যান টম ল্যাথাম ও মার্টিন গাপটিল।
ব্রেন্ডন ম্যাককালাম অবসর নেওয়ায় নিউ জিল্যান্ডের মিডল অর্ডারে একটি জায়গা খালি ছিল। চোট কাটিয়ে রস টেইলর ফেরায় তা পূরণ হয়েছে। তার চোটে গত ফেব্রুয়রিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা হেনরি নিকোলস জায়গা ধরে রেখেছেন।
২০১৪ সালে সর্বশেষ টেস্ট খেলা সোধির সঙ্গে স্পিন আক্রমণে আছেন মার্ক ক্রেইগ ও মিচেল স্যান্টনার।
জোহানেসবার্গে আট দিনের অনুশীলন ক্যাম্পের জন্য ১১ জুলাই দেশ ছাড়বে নিউ জিল্যান্ড। হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে ২৯ জুলাই শুরু হবে তাদের প্রথম টেস্ট। ৬ অগাস্ট শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
ডারবান ও সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট দুটি খেলবে উইলিয়ামসনের দল।
নিউ জিল্যান্ড টেস্ট দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, মার্ক ক্রেইগ, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, হেনরি নিকোলস, লুক রনকি, জিত রাভাল, মিচেল স্যান্টনার, ইশ সোধি, টিম সাউদি, রস টেইলর, নেইল ওয়াগনার, বিজে ওয়াটলিং।
বাংলা৭১নিউজ/সিএইস