প্রথম বাংলাদেশি ও দক্ষিণ এশিয়ান হিসেবে নিউ ইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) গোয়েন্দা স্কোয়াডে লেফটেন্যান্ট কমান্ডারের পদে অভিষিক্ত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শামসুল হক।
গত সপ্তাহে শামসুল হক লেফটেন্যান্ট কমান্ডার হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
বিষয়টি নিশ্চিত করে ঢাকাস্থ মার্কিন দূতাবাস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক বার্তায় জানিয়েছে, ‘গত সপ্তাহে তিনি লেফটেন্যান্ট কমান্ডার হিসেবে নিউ ইয়র্কের কুইন্সে এনওয়াইপিডির পুলিশ একাডেমিতে অভিষিক্ত হয়েছেন। ইতিহাসের একটি অংশ হয়ে আমাদের দুটি মহান জাতির মধ্যে সম্পর্ক জোরদার করার জন্য আপনাকে ধন্যবাদ জানাই।’
বাংলা৭১নিউজ/এমএস