বাংলা৭১নিউজ, ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে বিস্ফোরণের ঘটনায় অন্তত ২৫ জন আহত হয়েছেন।
স্থানীয় সময় শনিবার রাত ৯টায় (বাংলাদেশ সময় রোববার সকাল ৭টা) ম্যানহাটনের চেলসি এলাকায় এ ঘটনা ঘটে বলে বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়।
বিকট বিস্ফোরণের পরপরই পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। বেশ কয়েকটি অ্যাম্বুলেন্সকেও সেখানে ছুটে যেতে দেখা যায়। এফবিআই ও হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তারও ঘটনাস্থলে উপস্থিত হন বলে স্থানীয় একজন কাউন্সিলর জানান।
নিউ জার্সিতে পাইপ বোমা বিস্ফোরণের কয়েক ঘণ্টার মাথায় নিউ ইয়র্কে এ ঘটনা ঘটল। তবে ম্যানহাটনের বিস্ফোরণের কারণ এখনও স্পষ্ট নয় বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
বিস্ফোরণের পর টুইটারে একটি ডাস্টবিনের ছবি এসেছে। বলা হচ্ছে, ওই ডাস্টবিনেই বিস্ফোরণ ঘটেছে এবং তাতে পাশের ভবনের জানালার কাচ ভেঙে গেছে। তবে নিউ ইয়র্কের পুলিশ বিভাগ এখনও বিষয়টি নিশ্চিত করতে পারেনি।
ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে, আহতদের কারও অবস্থায়ই তেমন গুরুতর নয়।
বাংলা৭১নিউজ/সিএইস