বাংলা৭১নিউজ,ডেস্ক: বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৭৭ রানে জিতেছে নিউজিল্যান্ড। এখন তিন ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল স্বাগতিকেরা।
এর আগে বাংলাদেশ সময় ভোর চারটায় ক্রাইস্টচার্চে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ৩৪১ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড।
জবাবে ৪৪ ওভার পাঁচ বল খেলে ২৬৪ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
দলের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেছেন সাকিব আল হাসান। মোসাদ্দেক হোসেন ৫০ রানে অপরাজিত ছিলেন।
এর আগে বাংলাদেশের বিপক্ষে নিউজিল্যান্ড নিজেদের সর্বোচ্চ রানের সংগ্রহ তোলে। নিউজিল্যান্ডের হয়ে টম ল্যাথাম ১৩৭ রান করেছেন।
সাকিব আল হাসান তিনটি উইকেট নিয়েছেন।
এছাড়া সার্জারির পর মাঠে ফেরার প্রথম দিনে মুস্তাফিজ নিয়েছেন দুটি উইকেট। তাসকিনও দুটি উইকেট পেয়েছেন।
সফরে বাংলাদেশ স্বাগতিকদের বিরুদ্ধে খেলবে তিনটি ওয়ানডে, দুটি টেস্ট আর তিনটি টি-টুয়েন্টি ম্যাচ।
শেষ দুটি ওয়ানডে সিরিজে নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছিলো বাংলাদেশ।
শেষ তিনটি টেস্ট ড্র হয়েছিল।
তবে নিউজিল্যান্ডের মাটিতে এখনো কোন আন্তর্জাতিক ম্যাচ জেতেনি বাংলাদেশ।
বাংলা৭১নিউজ/এসএইস