বাংলা৭১নিউজ,ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশি দুই ভাই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। নিহত বাংলাদেশি দুই ভাই হলেন, মোজাম্মেল হক (২৭), হিমেল হক (২৫)। অপরজন গাড়িচালক।
মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে নায়াগ্রা ফলস থেকে নিউইয়র্ক নগরের দিকে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, অন্টারিও কাউন্টির এক্সিট ৪৩ ও ৪৪ এক্সিটের মধ্যবর্তী এলাকায় দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। উল্টো দিক থেকে ওহাইওর এক বাসিন্দা গাড়ি চালিয়ে আসছিলেন। সেই গাড়ির সঙ্গেই এ ঘটনা ঘটে।
দুর্ঘটনাস্থলেই মোজাম্মেল হক, হিমেল হক ও এক চালক মারা যান। এছাড়া আহত হন নিহত দুই ভাইয়ের আরেক ছোট ভাই আনিসুল হক (১৮)।
ঘটনার সত্য নিশ্চিত করে মোজাম্মেল হকের বাবা মো. সিরাজুল ভূঁইয়া গণমাধ্যমকে বলেন, তিনি দুই ছেলের লাশ আনতে বাফালো যাচ্ছেন। মোজাম্মেলের ৬ মাস ও ৬ বছর বয়সী দুই মেয়ে রয়েছে। তাঁরা এস্টোরিয়ার বাসিন্দা।
নিহতদের বাড়ি বাংলাদেশের ময়মনসিংহের নান্দাইল উপজেলায়। তাঁরা মা-বাবার সঙ্গে তাঁরা নিউইয়র্কে বসবাস করতেন।
বাংলা৭১নিউজ/এআর