যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে তিন ঘণ্টার ব্যবধানে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শনিবার (১৯ ডিসেম্বর) সকালে প্রবাসী বাবা ইঞ্জিনিয়ার খাইরুজ্জামান ও তার ছেলে আবুল বাশার মারা যান। তাদের মৃত্যুতে নিউইয়র্কের বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গেছে, খাইরুজ্জামান ও আবুল বাশারের গ্রামের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে। তারা নিউইয়র্কের ব্রুকলিনে বসবাস করতেন।
এদিকে নিউইয়র্কের করোনা পরিস্থিতি আবার নাজুক হয়ে উঠেছে। নতুন করে সংক্রমিত ব্যক্তিদের মধ্যে বাংলাদেশিরাও রয়েছেন। করোনায় সংক্রমিত হয়ে শতাধিক প্রবাসী নিউইয়র্ক নগরীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। অনেকে ঘরে থেকে চিকিৎসা নিচ্ছেন।
সংক্রমণ এবং মৃত্যুর হার বাড়ায় আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা। এ পর্যন্ত শতাধিক বাংলাদশি সেখানে কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছেন।
নিউইয়র্কের মেয়র ডি ব্লাজিও জানিয়েছেন, গত সাত দিনে সংক্রমণের গড় হার ৬ দশমিক ১৬ শতাংশ।
যুক্তরাষ্ট্রজুড়ে এ পর্যন্ত প্রায় ১ কোটি ৮১ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ১ লাখ ৮৯ হাজার।
বাংলা৭১নিউজ/এবি