বাংলা৭১নিউজ, ঢাকা : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থীর নাম ঘোষণা করা হবে আজ।
সোমবার রাতে গুলশানে খালেদা জিয়ার কার্যালয়ে বিএনপির এক বৈঠকের পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা জানান। তিনি বলেন, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বিএনপির প্রার্থী কে হবেন মঙ্গলবার তা জানানো হবে।
২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে তৈমুর আলম খন্দকারকে সমর্থন দিয়েছিল বিএনপি। তবে ভোটের কয়েক ঘণ্টা আগে কেন্দ্রের নির্দেশে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ান তৈমুর। সেই নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত শামীম ওসমানকে বিপুল ভোটে হারিয়ে মেয়র নির্বাচিত হন আইভী। পরোক্ষভাবে বিএনপি সেই নির্বাচনে শামীম ওসমানকে ঠেকাতে আইভীকে সুযোগ করে দেয়।
এবারের নির্বাচনে তৈমুর প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী নন বলে শুরু থেকেই জানিয়ে আসছেন। রবিবার খালেদা জিয়ার সঙ্গে বৈঠকেও তিনি নিজের অনীহার কথা জানান। তবে বিএনপি নেত্রী তৈমুরকে প্রার্থী করার ব্যাপারে আগ্রহ দেখান বলে দলীয় সূত্রে জানা গেছে। শেষ পর্যন্ত দলীয় প্রধানের আগ্রহেই এবারও ধানের শীষ প্রতীক নিয়ে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে একটি সূত্র জানিয়েছে।
তৈমুর ছাড়াও বিএনপির প্রার্থী হিসেবে আলোচনায় আছেন আবুল কালাম, এ টি এম কামাল ও সাখাওয়াত হোসেন। সম্প্রতি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের নিয়ে বৈঠকও করেন। শেষ পর্যন্ত ধানের শীষের টিকিট কে পাবেন সেজন্য অপেক্ষা করতে হবে কয়েক ঘণ্টা।
আগামী ২২ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভী ইতোমধ্যে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। এই নির্বাচনে নৌকা ও ধানের শীষের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে।
বাংলা৭১নিউজ/এম