বাংলা৭১নিউজ, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দির ও বাড়িঘরে হামলার ঘটনায় সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিরুল হোসেন চকদারকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলা সদরের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
ব্রাহ্মণবাড়িয়ার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল করিম বলেন, ওই দিনের হামলার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আমিরুল হোসেন চকদারকে আটক করা হয়েছে। রাতে নিজ বাসা থেকেই তাকে আটক করে পুলিশ।
প্রসঙ্গত, ৩০ অক্টোবর ধর্ম অবমাননার অভিযোগে নাসিরনগরে মন্দির ও বাড়িঘরে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ সদর দপ্তরের গঠিত তদন্ত কমিটি সোমবার প্রতিবেদন দাখিল করে। প্রতিবেদনে হামলার ইন্দনদাতা হিসেবে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির একাধিক নেতার নাম উঠে আসে।
বাংলা৭১নিউজ/এন