বাংলা৭১নিউজ, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তাণ্ডবের ঘটনায় ভিডিও ফুটেজ দেখে আরো ২১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাত থেকে আজ সকাল পর্যন্ত উপজেলা সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর বলেন, ‘ওই দিনের তাণ্ডবের ভিডিও ফুটেজ দেখে চিহ্নিতদেরই গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদের আদালতে পাঠানো হবে। এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ৭৪ জনে।’
প্রসঙ্গত, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ এনে গত রোববার উপজেলা সদরে অন্তত ১৫টি মন্দিরে হামলা এবং শতাধিক বাড়িঘরে হামলা ভাঙচুর করা হয়। তাদের তাণ্ডবে আহত হন অন্তত ২০ জন।
বাংলা৭১নিউজ/এম