বাংলা৭১নিউজ,ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে তাণ্ডবের ঘটনায় ৩৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তাণ্ডবে জড়িত থাকার ভিডিও ফুটেজ দেখে শুক্রবার গভীর রাত থেকে আজ ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হুসাইন এবং নাসিরনগর থানার ওসি আবু জাফর বলেন, ঘটনাস্থলের আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে বেশ কয়েকজন টিনএজ যুবক রয়েছে। এ নিয়ে এ ঘটনায় মোট ৪৪ জনকে গ্রেপ্তার করা হলো।
প্রসঙ্গত, ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ এনে গত রোববার নাসিরনগরে অন্তত ১৫টি মন্দিরে হামলা এবং শতাধিক বাড়িঘর ভাঙচুর করা হয়।
বাংলা৭১নিউজ/এম