শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
দুদক সংস্কার কমিশনের সদস্য হলেন যারা শেরপুরে তিন নদীর পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত নাইজেরিয়ায় নৌকাডুবিতে শতাধিক মানুষের মৃত্যুর শঙ্কা ১১টি বিদ্যুৎ কেন্দ্রের তথ্য চেয়েছে পর্যালোচনা কমিটি ওয়াশিংটন-নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র সচিব নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীরের মিডিয়া সমন্বয়কারী গ্রেফতার সেপ্টেম্বরে গণপিটুনিতে ২৮ জনের মৃত্যু হিলিতে আগাম ধান কাটা শুরু, কৃষকের মুখে হাসি মেহেরপুরে সড়কে গাছ ফেলে গণডাকাতি, যাত্রীদের মারধর অতিভারী বৃষ্টির পূর্বাভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত ইসরায়েলি বিমান হামলায় বৈরুতে ব্যাপক বিস্ফোরণ হঠাৎ ‘রিসেট বাটন’ নিয়ে কেন এত আলোচনা? দুপুরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আমরা রক্ত দিচ্ছি আর ওরা সচিবালয়ে বসে টাকা ভাগ করছে: হাসনাত টাঙ্গাইলে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৪ আমিরাতে ৬৫ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি মাসুদ বিশ্বাসের সম্পদের খোঁজে ১১ দেশে চিঠি সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র গ্রেপ্তার নেপাল থেকে বিদ্যুৎ আমদানির ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর ডি-৮ শীর্ষ সম্মেলনে ড. ইউনূসকে আমন্ত্রণ

নালিতাবাড়ীর ঐতিহাসিক সুতানাল দিঘি

শেরপুর প্রতিনিধি:
  • আপলোড সময় বুধবার, ১২ এপ্রিল, ২০২৩
  • ২৯ বার পড়া হয়েছে

নালিতাবাড়ী উপজেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে কাকরকান্দি ইউনিয়নের শালমারার নিকটবর্তী একটি গ্রামের নাম মধ্যমকুড়া। সবুজে ঘেরা ছিমছাম ছবির মতো গ্রাম। এ গ্রামের বিরাট জায়গাজুড়ে এখনও দৃশ্যমান সুতানাল দিঘি।

৩৮.৫৮ একর জমির ওপর বিশাল দিঘিটি সরকারি নথিপত্রে ‘বিরহিনীর দিঘি’ এবং এলাকার মানুষের কাছে ‘সুতানালীর দিঘি’ হিসাবে পরিচিত। তবে দিঘিটি কে কখন, কেন খনন করেছিলেন এ বিষয়ে সঠিক ইতিহাস পাওয়া যায় না। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের অন্যতম সমৃদ্ধ জনপদ নালিতাবাড়ীর ইতিহাস, সমাজ জীবনাচার সম্পর্কে কোনো সুলিখিত গ্রন্থ কিংবা প্রামাণ্য রচনা নেই।

দিঘি সম্পর্কে এলাকার প্রবীণদের কাছ থেকে জানা যায়, মোঘল আমলের শেষের দিকে এ গ্রামে কোনো এক সামন্ত রাজার বাড়ি ছিল। আবার কেউ বলেন এখানে বৌদ্ধবিহার ছিল। কথিত আছে সামন্ত রাজা তার সহধর্মিণী রানিকে ভালোবাসার বহিঃপ্রকাশের জন্য উপহার দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। রানি তখন রাজাকে বলেন, ভালোবাসার নিদর্শন হিসেবে আপনি এমন কিছু দান করুন যা যুগযুগ ধরে মানুষ মনে রাখবে।

রাজা তখন সিদ্ধান্ত নিলেন অবিরাম এক রাত ও একদিন সুতা কাটা হবে। যে পরিমাণ সুতা হবে সেই সুতার সম পরিমাণ লম্বা এবং প্রশস্ত একটি দিঘি খনন করা হবে। এলাকার জনগণ দিঘির পানি ব্যবহার করবে। আর তোমাকে স্মরণ করবে। দিনের পর দিন খননকাজ চলে। নির্মিত হয় বিশাল এক দিঘি। এক পাড়ে দাঁড়ালে অন্য পাড়ের লোক চেনা যায় না। সেই থেকে এই দিঘি কমলারানি বা সুতানাল দিঘি নামে পরিচিতি পায়।

তবে এলাকায় সুতানাল পুকুর নামেই পরিচিত। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নে মধ্যমকুড়া গ্রামে ৬০ একর জমির ওপর দিঘিটি অবস্থিত। উপজেলা সদর থেকে মাত্র আট কিলোমিটার দূরে দিঘিটি। প্রতি বছর দূর-দূরান্ত থেকে মৎস্য শিকারী ও উৎসুক মানুষের আনাগোনায় পুকুর ও এলাকার পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর। এ দিঘির মাছ খুব সুস্বাদু বলে প্রশংসা রয়েছে বেশ।

১৯৮৩ সালে এই দিঘিকে কেন্দ্র করে ভূমিহীন ১১৮ জন সদস্য নিয়ে গড়ে ওঠে ‘সুতানালি দিঘিরপাড় ভূমিহীন মজাপুকুর সমবায় সমিতি। পুকুর পাড়েই তাদের বসবাস। এই পুকুরকে কেন্দ্র করে ভূমিহীনদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে।

১৯৪০ সালে সরকারি ভূমি জরিপে ‘বিরহিনী রানি’র নামেই দিঘিটি রেকর্ড করা হয়েছিল। সে নামেই রেকর্ড করা আছে। দিঘির কাজলা কালো জলে মাঝে-মধ্যেই শীতের অতিথি পাখিসহ দেখা মেলে বক, পানকৌড়ি ও অন্যান্য পাখির। এখন সে দিঘিতে মাছ চাষ হয় প্রচুর।

প্রতিবছর শত শত মৎস শিকারিরা টিকিট করে দিনরাত মাছ শিকার করেন। এ দিঘিতে শুধু মৎস্য শিকারিরাই আসেন না, আসেন প্রচুর ভ্রমণ পিয়াসীরাও। তবে প্রশাসনের উদ্যোগে পরিকল্পিতভাবে এ দিঘিটির সংস্কার ও সৃজিত করলে এটিও ভ্রমণপিয়াসীদের আলাদা মনের খোরাক জোগাবে বলে এলাকাবাসী মনে করেন।

আদিবাসী উন্নয়নকর্মী ও সমাজ সেবক ক্লডিয়া নকরেক কেয়া জানান, শেরপুর জেলার সীমান্তবর্তী শ্রীবরদী, ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলার মেঘালয়ের কোলঘেঁষা গারো পাহাড়ের বিস্তীর্ণ এলাকাজুড়ে সম্ভাবনাময় পর্যটন শিল্প গড়ে উঠতে পারে। এরই অংশ হিসাবে জেলা ও উপজেলা প্রশাসনের পরিকল্পিত পরিকল্পনায় ঐতিহ্যবাহী সুতানাল দিঘিকে কেন্দ্র করেও সুন্দর ও আধুনিক পর্যটন স্পট গড়ে উঠতে পারে। এতে করে সরকার যেমন রাজস্ব আয় বাড়াতে পারবে তেমনি এলাকার মানুষের আর্থসামাজিক অবস্থার চিত্রও বদলে যাবে বহুলাংশে।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com