শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিতর্কিত ওয়াকফ বিল পাস, সংসদে বিলের কপি ছিঁড়ে যা বললেন ওয়াইসি অস্ত্র-ইয়াবাসহ বিএন‌পির ৫ নেতাকর্মী আটক ঢাকা থেকে মোটরসাইকেলে পঞ্চগড় ঘুরতে এসে প্রাণ গেল যুবকের খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযানে অস্ত্র উদ্ধার, আটক ৩ প্রধান উপদেষ্টার সঙ্গে থাই প্রধানমন্ত্রীর বৈঠক ইরানে মার্কিন হামলার হুমকি অগ্রহণযোগ্য: রাশিয়া ২০১৫ সালের ছবি মোদিকে উপহার দিলেন ড. ইউনূস জীবিকার তাগিদে ফিরছে মানুষ, ভোগান্তিহীন যাত্রায় স্বস্তি শেখ হাসিনার প্রত্যর্পণ চাইলো বাংলাদেশ মাদারীপুরে কুপিয়ে মৎসচাষির হাত বিচ্ছিন্ন টাঙ্গাইলে ট্রাকচাপায় আনসার কমান্ডার নিহত ব্যাংককে খলিল-ডোভাল আলাপচারিতা ১৫ জেলায় দাবদাহ শনিবার পর্যন্ত গরমের দাপট চলতে পারে চট্টগ্রামে জোড়া খুন নেপথ্যে আন্ডারওয়ার্ল্ডের নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ ট্রাম্পের শুল্ক বাংলাদেশ-শ্রীলঙ্কার পোশাকশিল্পে বড় ধাক্কা: নিউইয়র্ক টাইমস ট্রেনের পাওয়ার কারে আগুন : সন্দেহের তালিকায় সিগারেট ও জেনারেটর চালের চেয়েও ছোট পেসমেকার বানালেন মার্কিন বিজ্ঞানীরা মারা গেছেন বরেণ্য অভিনেতা মনোজ কুমার প্রেসিডেন্টকে অপসারণ করলো দ. কোরিয়া, ৬০ দিনের মধ্যে নির্বাচন রাত থেকে অনলাইনে ট্রেনের টিকিট বিক্রি বন্ধ

নারী শান্তিরক্ষীদের প্রশিক্ষণে ১০ লাখ ডলারের চুক্তি

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপলোড সময় বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ১৭ বার পড়া হয়েছে

নারী শান্তিরক্ষীদের প্রশিক্ষণের জন্য বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিপসট) সক্ষমতা বৃদ্ধির প্রকল্প দলিলে স্বাক্ষর করেছে বাংলাদেশ সরকার ও ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেস (ইউএনওপিএস)।

বৃহস্পতিবার (২০ মার্চ) অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) আয়োজিত অনুষ্ঠানে প্রকল্প দলিলে বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্বকারী অর্থ মন্ত্রণালয়ের অধীনস্থ (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং ইউএনওপিএস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সুধীর মুরলীধরন স্বাক্ষর করেন।

নারী শান্তিরক্ষীদের প্রশিক্ষণের সক্ষমতা বৃদ্ধি প্রকল্পের মূল লক্ষ্য হলো ৬০ জন নারী শান্তিরক্ষীর আবাসনের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধাসহ একটি তিনতলা (জি+২) ডরমিটরি নির্মাণ করা। এই উদ্যোগ শান্তিরক্ষায় লিঙ্গ সমতা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশের বৈশ্বিক অবদানকে আরও সমৃদ্ধ করবে।

একইসঙ্গে এটি জাতীয় ও আন্তর্জাতিক প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যার মধ্যে রয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন ১৩২৫ (ইউএনএসসিআর ১৩২৫) এবং টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) ৫, ১০, ১৬ ও ১৭। প্রকল্পটির সময়সীমা নির্ধারিত হয়েছে তিন বছর। প্রকল্পের মোট আনুমানিক বাজেট নির্ধারিত হয়েছে ৯ লাখ ৯৭ হাজার মার্কিন ডলার।

ইআরডি সচিব জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে লিঙ্গ সমতা ও নারীর অংশগ্রহণ বৃদ্ধির গুরুত্ব তুলে ধরে বলেন, প্রকল্পটি সেসব লক্ষ্য অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি আরও উল্লেখ করেন, ইউএনওপিএস-এর সহায়তায় বিপসট-এর সক্ষমতা বৃদ্ধির এই উদ্যোগ শান্তিরক্ষায় নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি বিশ্ব শান্তি ও নিরাপত্তায় বাংলাদেশের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করবে। 

ইউএনওপিএস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার বলেন, এই প্রকল্পের আওতায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের প্রাক-প্রস্তুতি প্রশিক্ষণে অংশ নেওয়া নারীদের জন্য একটি বিশেষ আবাসন সুবিধা নির্মাণ করা হবে, যা তাদের প্রশিক্ষণকালীন সম্পূর্ণ সময়ের জন্য নিরাপদ ও উপযুক্ত থাকার ব্যবস্থা নিশ্চিত করবে। নারী শান্তিরক্ষীদের ক্ষমতায়ন মানে শান্তি প্রতিষ্ঠায় আরও অন্তর্ভুক্তিমূলক পথ তৈরি করা, যা স্থায়ী বৈশ্বিক শান্তি অর্জনের ক্ষেত্রে জাতিসংঘের লক্ষ্যগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

অনুষ্ঠানে সেনা সদরদপ্তর, সশস্ত্র বাহিনী বিভাগ (এএফডি), বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট), অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি), অর্থ মন্ত্রণালয়, এলসি ইনিশিয়েটিভ ফান্ড ফর ইউনিফর্মড উইমেন ইন পিস অপারেশনস (ইআইএফ) এবং ইউনাইটেড নেশনস অফিস ফর প্রজেক্ট সার্ভিসেসের (ইউএনওপিএস) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com