বাংলা৭১নিউজ, ডেস্ক: ভারতের কেরালার আবগারি কমিশনার ঋষিরাজ সিং পুরুষদের হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, এখন থেকে যদি কোনো পুরুষ ১৪ সেকেন্ড অভদ্রভাবে তাকিয়ে থাকেন নারীদের দিকে, তবে তার কারাভোগ অনিবার্য। এমন তথ্য দিয়ে খবর দিয়েছে ভারতের কেরালা ভিত্তিক দ্যা নিউজ মিনিট।
সিংয়ের রবিবারের এই বক্তব্যের পিছনে সদিচ্ছা থাকলেও এ নিয়ে রীতিমতো ঝড় তুলেছে কেরালাজুড়ে। ব্যাপক তোপের মুখে পড়েছেন তিনি।
কেরালার ক্রীড়ামন্ত্রী এস পি জয়রাজন যেমন সরব হয়েছেন সিংয়ের সমালোচনায়। তার মতে, ঋষিরাজের এই উক্তি রীতিমত কুরুচিকর। তা ছাড়া তিনি নাক গলাচ্ছেন এমন প্রশাসনিক বিষয়ে যা নিয়ে তার কথা বলার এখতিয়ার নেই!
পাশাপাশি জয়রাজন জানিয়েছেন, তিনি বিষয়টি আবগারি মন্ত্রণালয়কে জানাবেন। কেননা, সিং যে আইন দেশে নেই, তার নাম করে বিভ্রান্তি প্রচারের চেষ্টা করেছেন।
অবশ্য সিং যে এই প্রথম সরকারি তোপের মুখে পড়লেন, এমনটা নয়। ২০১৫ সালেও একটি অনুষ্ঠানে তিনি যখন স্টেট হোম মিনিস্টার রমেশ চেন্নিথালাকে স্যালুট করতে অস্বীকার করেন, তখন একদফা বিতর্ক সৃষ্টি হয়েছিল।
এছাড়া আবগারি দপ্তর থেকেও তার নামে সম্প্রতি অভিযোগ উঠেছে। একটি অনুষ্ঠানের জন্য তাকে যখন আবগারি দপ্তরের কিছু কর্মচারী আমন্ত্রণ জানাতে আসেন, তখন তিনি তা প্রত্যাখ্যান করেন! সিংয়ের দাবি, ডিউটিতে থাকা সত্ত্বেও ওই কর্মচারীরা ইউনিফর্ম পরে ছিলেন না!
কেরালা আপাতত অস্বস্তিতে রয়েছে সিংয়ের এই মন্তব্য নিয়ে। সরকারি তরফে জানানো হয়েছে, রাজ্যে নারীর সুরক্ষার বিষয়টি ঠিকঠাকই রয়েছে। তার পরেও সিং কেন এমন মন্তব্য করলেন, তা নিয়ে তদন্ত চলছে।
বাংলা৭১নিউজ/এইচ