সোমবার, ১০ মার্চ ২০২৫, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ইফতার মাহফিলের নতুন তারিখ ঘোষণা করলো বিএনপি ‘ট্যাপট্যাপ সেন্ড’ থেকে বিকাশে রেমিট্যান্স নিয়ে কুপন জেতার সুযোগ নারী কনস্টেবলকে রড দিয়ে পেটালেন বিএনপি নেতার গাড়িচালক নারীদের সম্মান বজায় রাখা ইসলামের অপরিহার্য দাবি: ধর্ম উপদেষ্টা ১৫ রোজার মধ্যে সড়কের সংস্কার কাজ শেষ করতে হবে ১০ বছর বন্ধ দুই পানি শোধনাগার প্রকল্প : প্রধান উপদেষ্টার উষ্মা কিউইদের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ভারতের সিরিয়ায় আবারও ব্যাপক সংঘর্ষ, এখন পর্যন্ত নিহত হাজারের অধিক যৌথ সামরিক মহড়া চালাতে যাচ্ছে ইরান-রাশিয়া ও চীন নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুলের ৭ বাড়ি জব্দের আদেশ পিলখানা হত্যাকাণ্ড: শেখ হাসিনা-আজিজসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা ঝালকাঠি শহরে বোমা ফাটিয়ে ডাকাতির চেষ্টা পলিথিনের ক্ষতিকর প্রভাব কমাতে পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে হবে মব জাস্টিসসহ অস্থিতিশীলতা সৃষ্টিকারীরা নজরদারিতে রয়েছে : তথ্য উপদেষ্টা ধর্ষকদের ফাঁসির দাবিতে ঢাবিতে ক্লাস বর্জন, বিক্ষোভ-সমাবেশ ১৫ দিনের মধ্যে তদন্ত, ৯০ দিনে ধর্ষণের বিচার করতে হবে: আইন উপদেষ্টা টস জিতে ব্যাটিংয়ে নিউজিল্যান্ড কানাডার দুগ্ধজাত পণ্যের ওপর ২৫০ শতাংশ শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের খাদ্য উপদেষ্টার সঙ্গে বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ বাংলাদেশে তেল শোধনাগার নির্মাণে কুয়েতকে বিনিয়োগের আহ্বান

নারীদের সম্মান বজায় রাখা ইসলামের অপরিহার্য দাবি: ধর্ম উপদেষ্টা

বাংলা৭১নিউজ ঢাকা:
  • আপলোড সময় রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৭ বার পড়া হয়েছে

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় উপদেষ্টা প্রফেসর ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, নারীদের সম্মান বজায় রাখা ইসলামের অপরিহার্য দাবি। তাছাড়া সিয়ামের শিক্ষায় উজ্জীবিত হয়ে আমাদের পরিপূর্ণ মুত্তাকি হতে হবে। কঠোর সিয়াম সাধনার মাধ্যমে আমরা সমাজ সচেতন হয়ে মানবিক সমাজ বিনির্মাণ আদর্শ রাষ্ট্র গঠনে অবদান রাখতে পারি।

রোববার (৯ মার্চ) বিকেল ৪টা থেকে মসজিদ মিশনের উদ্যোগে রাজধানীতে জাতীয় সেমিনার ও ইফতার প্যাকেট বিতরণ উপলক্ষ্যে “সিয়ামের চেতনায় সমাজ ও রাষ্ট্র ভাবনা” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নিউমার্কেট থানাধীন কাঁটাবন কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন মসজিদ মিশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা প্রফেসর ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, মানুষের প্রতি দয়াশীল হতে হবে। সমাজের অবহেলিত-বঞ্চিত, পিছিয়ে পড়া প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি দায়িত্ববান হতে হবে।

মসজিদ মিশনের উপদেষ্টা জামায়াত সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, সিয়াম শুধু ব্যক্তি নয়, সমাজ এবং রাষ্ট্র গঠনের অন্যতম মাধ্যম। এর মাধ্যমে আনুগত্যের এক অনন্য নজির সমাজে পরিস্ফুটিত হয়।

বিশেষ অতিথির বক্তব্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, সাওম আমাদের সত্যিকারের মানুষ হতে শিখায়। দুর্নীতিমুক্ত সমাজ নির্মাণ করে আদর্শবান রাষ্ট্র কায়েম করাই সিয়ামের মূল উদ্দেশ্য। এ জন্যই এ মাসে রাসূল সা. বদরসহ বিভিন্ন অভিযান পরিচালনা করেন।

সেমিনারের অন্যতম আলোচক মাওলানা আব্দুল হালিম বলেন, আল্লাহ তায়ালার নির্দেশনার আলোকে সাওম আমাদের মুত্তাকি হওয়ার শিক্ষা দেয়।

নুরুল ইসলাম বুলবুল তার আলোচনার মধ্যে বলেন, আদর্শ সমাজ ও রাষ্ট্র গড়তে হলে সবার আগে আত্মসংশোধন, আত্মসংযম ও সঠিক তাকওয়া অর্জন খুবই জরুরি। 

সমাপনী বক্তব্যে মসজিদ মিশনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন বলেন, পূর্ণ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে বান্দা আল্লাহ তায়ালার প্রতি পূর্ণ আত্মসমর্পণ করতে শিখে এবং বাকি মাসগুলোতে তারা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে তার প্রতিফলন ঘটানোর সর্বাত্মক চেষ্টা চালায়। ব্যাপক অর্থে সিয়াম মূলত সমাজ সংস্কারের অন্যতম একটি প্রক্রিয়া। 

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রফেসর ড. আ ক ম আব্দুল কাদের। কি নোট স্পিকার ছিলেন প্রফেসর ডক্টর নাকিব মোহাম্মদ নাসরুল্লাহ।

নির্ধারিত বিষয়ের আলোচনায় অংশ নেন মাদরাসা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নুরুল হক মিয়া, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর আতাউল্লাহ, মাওলানা মুফাজ্জল হোসাইন খান, মাওলানা আবু তাহের জিহাদী, ড. আব্দুস সামাদ, মুফতি ফখরুল ইসলাম, ড. ইকবাল হোসের ভুঁইয়া, মুফতি ফয়জুল্লাহ আশরাফ, অধ্যক্ষ শাহজাহান মাদানী, অধ্যক্ষ সাঈদুর রহমান, অধ্যক্ষ মাহমুদুল হাসান, মাওলানা আ ন ম হেলাল উদ্দীন, অধ্যাপক লিয়াকত আলী ভুঁইয়া ফেনী, অধ্যক্ষ আব্দুল বারী সাতক্ষীরা, ড. মীম আতিকুল্লাহ, মুফাসসিরে কুরআন মাওলানা আবুল কালাম আজাদ আজহারী, মুসলিম জনতা ঐক্য পরিষদের আমির পীর মাওলানা শাহ আরিফ বিল্লাহ সিদ্দিকী, পীর মাওলানা আব্দুল মোমেন নাসেরী, মাওলানা আজিজুর রহমান, অধ্যক্ষ শহিদুল ইসলাম।

বাংলা৭১নিউজ/এসএইচ

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৫ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com