নারায়ণগঞ্জের রূপগঞ্জের লাল শাপলার বিল পিপাসা মেটাচ্ছে প্রকৃতি প্রেমীদের। রাজধানীর কাছাকাছি হওয়ায় নগর জীবনকে কিছুটা স্বস্তি দিতে হাপিয়ে ওঠা মানুষ প্রতিদিনই ছুটে যাচ্ছেন সেখানে। হেমন্তের প্রকৃতি আরও মোহনীয় করে তুলেছে লাল শাপলার লাবণ্য।
এ যেন বাংলা মায়ের আঁচলে জীবন্ত হয়ে ওঠা নকশি কাঁথার রঙিন মাঠ। দিগন্ত জুড়ে ফুটে আছে লাল শাপলা। সবুজ আর লালে তাই ভোরের জলজ গানে উড়াল দেয় পাখি ও মানুষের মন।
শাপলার লাবণ্য ছুতেঁ জলের সাথে মিতালী দর্শনার্থীদের।
শুধু লাল শাপলা আর পদ্মই না, এই বিল মুখরিত হয় পাখির গুঞ্জরনে। শালিক, দোয়েল, ফিঙেরাজাসহ অনেক দেশীয় পাখির কলতান মোহময়তা বাড়িয়েছে অপার সৌন্দর্যের। শাপলার বুকে বসে থাকা রঙির ফড়িং কিংবা দোয়েলের গান আপনার চিত্তে দোলা দিবেই।
বছরের ৪/৫ মাসই এমন সৌন্দর্য্য নিয়ে ফুটে থাকে লাল শাপলার বিল।
বাংলা৭১নিউজ/এএম