নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাকচাপায় দুই অ্যাম্বুলেন্স যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
শনিবার (২২ মে) সকালে সোনারগাঁওয়ের নয়াবড়ি এলাকায় অনন্ত গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কুমিল্লার তিতাসের গোপালপুর সরকার এলাকার জানু মোল্লার ছেলে মো. হুমায়ুন (৪০) ও একই এলাকার আব্দুস সালামের ছেলে ফারুক হোসেন (৩৫)।
দুর্ঘটনার পর কাঁচপুর কিউট পল্লী এলাকা থেকে মহাসড়কের দুই প্রান্তে প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে দুই ঘণ্টাব্যাপী তীব্র যানজটের সৃষ্টি হয়।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান মনির বলেন, শনিবার সকালে কুমিল্লার তিতাস থেকে ছেড়ে আসা রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স কাঁচপুর কিউট পল্লী এলাকায় অনন্ত গার্মেন্টসের সামনে পৌঁছালে পণ্যবাহী একটি ট্রাকের ধাক্কা লাগে।
এসময় অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা রোগীর স্বজন মো. হুমায়ুন ঘটনাস্থলে ও হাসপাতালে নেয়ার পথে ফারুক হোসেন নামের আরেকজন মারা যান। আহত হন আরো তিনজন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
পুলিশ ঘটনাস্থল থেকে ট্রাক ও অ্যাম্বুলেন্সটি জব্দ করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা প্রস্তুতি চলছে।
বাংলা৭১নিউজ/পিকে