বাংলা৭১নিউজ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় গ্যাস বিস্ফোরণে এক শিশুসহ একই পরিবারের দিনজন দগ্ধ হয়েছেন।
তারা হলেন রায়হান উদ্দিন (৪৫), তার স্ত্রী মায়া বিবি (৩০) ও তাদের শিশুসন্তান মরিয়ম (২)।
আজ ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার সল্পেরচর গ্রামের একটি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
তাদের প্রতিবেশী মো. সেলিম জানান, সকালে মায়া বিবি রান্না করতে যান। গ্যাসের চুলায় আগুন ধরাতে গেলে হঠাৎ চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। এতে মায়া বিবি, তার স্বামী রায়হান উদ্দিন ও তাদের মেয়ে মরিয়ম দগ্ধ হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটের আবাসিক সার্জন পার্থ শঙ্কর পাল জানান, তিনজনই মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক।
বাংলা৭১নিউজ/এন