বাংলা৭১নিউজ,(নারায়ণগঞ্জ)প্রতিনিধিঃ নারায়ণগঞ্জে করোনা হাসপাতালে (খানপুর ৩’শ শয্যা হাসপাতাল) নতুন করে আরও তিন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে হাসপাতালে মোট আক্রান্ত স্বাস্থ্যকর্মীর সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে।
হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ও আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. শামসুদ্দোহা সরকার সঞ্চয় এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, আমাদের এখানে নতুন করে তিনজন স্বাস্থ্যকর্মী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে গেছেন।
এর আগে তত্ত্বাবধায়ক, ডাক্তারসহ ২৭ জন স্বাস্থ্যকর্মী আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন।
ডা. শামসুদ্দোহা সরকার বলেন, আমরা নানা চড়াই- উৎরাই পার করে নতুন টিম, বিকল্প টিম মিলিয়ে আমাদের সেবা কার্যক্রম পুরোপুরি চালু রেখেছি। হাসপাতালে বর্তমানে ৪৩ জন কোভিড-১৯ রোগী ভর্তি আছেন।
বাংলা৭১নিউজ/জেআই