বাংলা৭১নিউজ, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের চাষাঢ়ার হক প্লাজা মার্কেটের তৃতীয় তলায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট কাজ করছে করছে বলে জানা গেছে।
মঙ্গলবার রাত সাড়ে ১১টায় মার্কেটের তৃতীয় তলায় এ আগুনের ঘটনা ঘটেছে। মার্কেটটির তৃতীয় তলায় মোবাইল ফোনের দোকান রয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মণ্ডলপাড়া স্টেশনের ফায়ারম্যান সোহান বিষয়টি নিশ্চিত করে জানান, আগুন লেগেছে তৃতীয় তলায়। আমাদের দু’টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বাংলা৭১নিউজ/এন