নারায়ণগঞ্জকে যানজটমুক্ত করতে কাজ করছে সরকার উল্লেখ করে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, ‘সরকারের কাছে প্রস্তাবনা দেওয়া আছে বড় একটি ফ্লাইওভারের জন্য। এটি হলে নারায়ণগঞ্জ থেকে উঠে হানিফ ফ্লাইওভার হয়ে ঢাকায় পৌঁছানো যাবে।
আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার উদ্যোগে ২০টি অটিজম শিশুকে হুইল চেয়ার ও সাত সচিবকে কম্পিউটার, প্রিন্টার ও স্ক্যানার বিতরণ অনুষ্ঠানে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক এসব কথা বলেন।
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ আরো বলেন, ‘ যাতে একটা ইতিবাচক নারায়ণগঞ্জ ও স্বপ্নময় নারায়ণগঞ্জ গড়ে ওঠে- আমরা এই দুটি শব্দ দিয়েই কাজ শুরু করেছি। নারায়ণগঞ্জকে ঘিরে আমরা একগুচ্ছ স্বপ্ন দেখতে চাই এবং স্বপ্নগুলো যতটা সম্ভব বাস্তবে রূপান্তর করতে চাই। যেমন আমরা কাজ করছি সাইনবোর্ড থেকে চিটাগংরোড এবং নারায়ণগঞ্জের যে প্রস্তাবিত ৩০০ ফিট রাস্তা, এখানে আমরা বড় ফ্লাইওভার চাচ্ছি। যেটা নারায়ণগঞ্জ থেকে হানিফ ফ্লাইওয়ার যাওয়া যাবে বা চিটিগাং রোডেও নামা যাবে। এতে যানজট নিরসন হবে।
প্রধানমন্ত্রীর নেতৃত্বে একনেকে প্রস্তাবিত ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড ছয় লেনের করা হবে বলেও জানান জেলা প্রশাসক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিকের সভাপতিত্বে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষদের সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
বাংলা৭১নিউজ/সর