নারায়ণগঞ্জে রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক ব্যক্তির গুলিতে ৪ জন আহত হওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার (২১ জুলাই) মধ্যরাতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ চার জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন মো. আলমগীর হোসেন (২৮), মো. হৃদয় খান (৩০), মো. ইসমাইল হোসেন (৩০), ও মো. ইলিয়াছ (১৭)।
তাদেরকে হাসপাতালে নিয়ে আসা মো. আলম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শমসের নামে এক ব্যক্তি তাদের চারজনকে লক্ষ্য করে গুলি করে। এতে আহত হন চারজন। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
তিনি আরও জানান, তাদের সবার গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জের চনপাড়া এলাকায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত চার জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
বাংলা৭১নিউজ/এসএইচবি