মঙ্গলবার, ০১ অক্টোবর ২০২৪, ০৫:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
চাকরির বয়স ৩৫ আন্দোলনকারীদের প্রতিনিধিদল যমুনায় অটোমেটেড সেবা প্রতিরোধ করবে অপচয় ও দুর্নীতি : অর্থ উপদেষ্টা নেপালে বন্যা-ভূমিধসে ১৯২ মৃত্যু, উদ্ধারে হিমশিম আমরা প্রস্তুত, দীর্ঘ যুদ্ধেও বিজয়ী হবো: হিজবুল্লাহর উপপ্রধান এবি ব্যাংকের বন্ড ইস্যু পুনর্বিবেচনার আবেদন তেলবাহী জাহাজে আগুনের ঘটনায় ২ জনের মরদেহ উদ্ধার ৯৯৯-এর রেসপন্স টাইম আরো কমিয়ে আনা হবে : আইজিপি প্রাথমিক শিক্ষা সংস্কারে কমিটি, নেতৃত্বে ইমিরেটাস অধ্যাপক মনজুর হাসিনার পতনের পর গ্রামীণফোনের শেয়ারদর বেড়েছে ৫৩ শতাংশের বেশি স্বামীসহ গ্রেফতার সাবেক এমপি হেনরি যুবদল নেতা হত্যা মামলায় ৫ দিনের রিমান্ডে সুলতান মনসুর মিরাজ-সাকিবের ঘূর্ণির পর ২৮৫ রানে ইনিংস ঘোষণা ভারতের অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমে সুপারিশমালা দেবে বিএনপি সেপ্টেম্বরে নির্যাতনের শিকার ১৮৬ নারী-কন্যাশিশু জিয়াউর রহমানকে ‘রাজাকার’ বলায় মামলা চাকরিতে প্রবেশের বয়স বৃদ্ধির দাবি: পর্যালোচনা কমিটি গঠন ডিসি নিয়োগ নিয়ে হট্টগোল: ১৭ উপসচিবকে শাস্তির সুপারিশ ঢাকাসহ ৯ অঞ্চলে মাঝ রাতের মধ্যে ঝোড়ো হাওয়ার আভাস বাংলাদেশ-চীন সম্পর্ক নতুন উচ্চতায় নিতে আগ্রহী অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রে হেলেনের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ৯১

নামমাত্র মূল্যে অন্তঃসত্ত্বা নারীদের চিকিৎসাসেবা

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় রবিবার, ১৭ মার্চ, ২০১৯
  • ৬৩ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ,ঢাকা: নেওয়া হবে মাত্র ৩০ টাকা। বিনিময়ে অন্তঃসত্ত্বা নারীদের স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে সন্তান প্রসব পর্যন্ত দেওয়া হবে চিকিৎসাসেবা। মাসব্যাপী এই চিকিৎসাসেবার আয়োজন করেছে পোস্তগোলার আদ্-দ্বীন ব্যারিস্টার রফিক-উল হক হাসপাতাল।

গতকাল শনিবার সকালে হাসপাতালটির নিচতলায় ধাত্রীবিদ্যা ও স্ত্রীরোগ বিভাগে ফিতা কেটে এই সেবার উদ্বোধন করেন প্রবীণ আইনজীবী ও আদ্-দ্বীন ফাউন্ডেশনের চেয়ারম্যান রফিক-উল হক।

হাসপাতাল সূত্র জানায়, কর্মসূচির আওতায় মাসব্যাপী অন্তঃসত্ত্বা নারীদের স্বাস্থ্য পরীক্ষা, প্রসবসেবাসহ অন্যান্য চিকিৎসা দেওয়া হবে। তা ছাড়া, ভর্তি রোগীদের পরীক্ষা-নিরীক্ষা ও থাকা-খাওয়ার খরচও হাসপাতালটি বহন করবে। চলতি মাসের ১৬ তারিখ থেকে আগামী ১৬ এপ্রিল পর্যন্ত মাসব্যাপী দেওয়া হবে এই সেবা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রফিক-উল হক বলেন, আদ্-দ্বীন হাসপাতাল সেবার এক উন্মুক্ত দ্বার। সুচিকিৎসা পাওয়ার কারণেই মানুষ আদ্-দ্বীন হাসপাতালের সুনাম করে। হাসপাতালটি ইতিপূর্বে যে ধরনের কাজ করেছে, সবই প্রশংসার দাবিদার। নতুন করে অন্তঃসত্ত্বা নারীদের যে চিকিৎসা দেওয়া হবে, তা আসলেই একটি অনন্য উদ্যোগ। তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের সেবাধর্মী মনোভাব নিয়ে কাজ করতে হবে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এর আগেও তারা নামমাত্র মূল্যে বা বিনা মূল্যে নানা ধরনের সেবা কার্যক্রম পরিচালনা করেছে। গত বছরে বহির্বিভাগের মাধ্যমে মাসব্যাপী চার হাজার রোগীকে বিনা মূল্যে চোখের চিকিৎসা দেওয়া হয়। এ ছাড়া মাসব্যাপী বিনা মূল্যে ফিজিওথেরাপি দেয় হাসপাতালটি।

আদ্-দ্বীন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ আফিফুর রহমান, আদ্-দ্বীন হাসপাতালসমূহের পরিচালক মাহফুজা জেসমিন।

বাংলা৭১নিউজ/এমকে

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com