বাংলা৭১নিউজ,কক্সবাজার ব্যুরো: বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত এলাকা টেকনাফের নাফ নদীতে আজ (২০মার্চ) বিজিবি-বিজিপি পর্যায়ে যৌথ টহল শুরু হয়েছে। সাম্প্রতিক সময়ে সীমান্ত উত্তজনা নিরসনে দু’ পক্ষের মধ্যে এটি ৩য় যৌথ টহল।
এটি নাফ নদীতে বিজিবি-বিজিপি পর্যায়ের ৩য় তম যৌথ টহল। টেকনাফ-২ বিজিবির পরিচালক অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আছাদুদ-জামান চৌধুরী বলেন ‘২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অবস্থিত বিআরএম-৭ হতে বিআরএম-১১ পর্যন্ত।
আজ সকাল সাড়ে ৯টা হতে প্রতিপক্ষ বিজিপি এর সাথে এই যৌথ টহল শুরু হয়।
উক্তিক্রম টহলে বিজিবি’র পক্ষে নায়েব সুবেদার মোঃ লাল মিয়া এবং বিজিপির পক্ষে ৪ নম্বর বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের উণ ঘুবরহ নেতৃত্ব দিচ্ছেন।
উল্লেখ্য, গত ৫ মার্চ এবং ১৪ মার্চ অত্র ব্যাটালিয়নের অধীনস্থ শাহপরীর দ্বীপ বিওপি এবং টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিজিপির সাথে দুটি যৌথ টহল সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণভাবে সম্পন্ন হয়।
বাংলা৭১নিউজ/জেএস