ময়মনসিংহের নান্দাইলে সংসদ সদস্য আনোয়ারুল আবেদিন খান তুহিন এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেজর জেনারেল (অব.) আব্দুস সালামের গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অন্তত ৪৫ জন আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। আহতদের নন্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
এদিকে, সংঘর্ষ চলাকালে পুলিশের ছোড়া টিয়ারশেলের ধোঁয়ায় রাস্তার পাশের নান্দাইল পাইলট বালিকা বিদ্যালয়ের ৭ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন বলে জানা গেছে।
সোমবার (৯ অক্টোবর) সকাল ১১টার দিকে নান্দাইল উপজেলা পরিষদের সামনের ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে রোড টু স্মার্ট বাংলাদেশ কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় দুই গ্রুপ।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান বলেন, নির্বাচনের প্রধান সমন্বয়ক আনোয়ার বিন কবিরের প্রোগ্রামে দাওয়াত না দেওয়ার কারণ জানতে সংসদ সদস্য তুহিনের সঙ্গে কথা বলতে যাওয়া হয়। এসময় তারা আমাদের ওপর হামলা চালায়।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (গৌরিপুর সার্কেল) মো. সুমন মিয়া বলেন, নাম্দাইলে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ ঘটনা ঘটেছে। ঘটনার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এখন উভয় পক্ষ শান্ত আছে।
বাংলা৭১নিউজ/এসএইচ