জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষ নাতির হামলায় সিরাজুল ইসলাম মাঝি নামে জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যু হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) সকালে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার সিড্যা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত সিরাজুল ইসলাম মাঝি সিড্যা ইউনিয়ন জামায়াতে ইসলামীর বায়তুল মাল সম্পাদক ও রুকন। তিনি একই এলাকার মৃত নুর বক্স মাঝির ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিরাজুল ইসলাম মাঝির ভাতিজা জাহাঙ্গীর মাঝির ছেলে শরীফ মাঝির সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। বুধবার সকালে বাড়ির উঠানে থাকা টিনের বেড়া নিয়ে শরীফ মাঝির সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় সিরাজুল ইসলাম মাঝির। কথা কাটাকাটির একপর্যায়ে মারামারি হয়।
এতে সিরাজুল ইসলাম মাঝি আঘাতপ্রাপ্ত হলে তাকে স্বজনরা ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অন্যদিকে শরীফ মাঝি চিকিৎসার জন্য ভর্তি হন ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সিরাজুল ইসলাম মাঝিকে মৃত ঘোষণা করলে খবর পেয়ে ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পালিয়ে যান শরীফ মাঝি।
ডামুড্যা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, ভাতিজা শরীফ মাঝির সঙ্গে জমি সংক্রান্ত বিরোধের জেরে সিরাজুল মাঝি নামে একজন নিহত হয়েছেন। সিরাজুল মাঝি আগেই স্ট্রোকের রোগী ছিলেন। এ ঘটনায় শরীফ মাঝির কান কেটে গেছে। কেউ অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলা৭১নিউজ/এসএইচ