বাংলা৭১নিউজ, মোঃ মনজুর-ই-মওলা সাব্বির, নাটোর প্রতিনিধি: আগামী ৩০ ডিসেম্বর একাদশ নির্বিচনকে সামনে রেখে নাটোর-সিংড়া আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও আইসিটি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এখন গণসংযোগে ব্যাস্ত সময় পার করছেন। নৌকা মার্কায় ভোট চেয়ে দিন রাত পুরো নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন। সভা সমাবেশে সরকারের উন্নয়নের কথা তুলে ধরছেন এবং সরকারের এই উন্নয়নকে অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দেওয়ার আহবান করছেন।
আজ দুপুরে সিংড়া পৌর শহরের হাট ও বাজারে গণসংযোগ কালে তিনি আগত সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করে নৌকায় ভোট চান। এ সময় কাঁচা বাজার ঘুরে বিভিন্ন ক্রেতা ও বিক্রেতাদের সাথে কথা বলেন।
নাটোর-৩ সিংড়া এই আসন থেকে বিপুল ভোটে নির্বাচিত হন বর্তমান সরকারের আইসিটি প্রতিমন্ত্রী আলহাজ এড জুনাইদ আহমেদ পলক এমপি। ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনে তিনিই এই আসন থেকে এমপি নির্বাচিত হয়ে এলাাকার রাস্তাঘাট সহ অবকাঠামোর উন্নয়ন করেন।
গণসংযোগ কালে এমপি পলক তাঁর ১০ বছরে এলাকার উন্নয়ন মুলক বইও সাধারণ মানুষের কাছে বিতরণ করছেন।
বাংলা৭১নিউজ/জেএস