বাংলা৭১নিউজ, নাটোর প্রতিনিধি: নাটোর প্রেসক্লাব ৪১ বছর অতিক্রম করে ৪২ বছরে পদার্পণ করেছে। এই প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার রাতে নাটোর প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, রাস্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে প্রেসক্লাবের সদস্যরা দায়িত্ব পালন করছেন। তাদের লেখনীতে ব্যক্তি, প্রতিষ্ঠান ও সমাজের ত্রুটি-বিচ্যুতি উঠে আসছে। ফলে জীবন সুন্দর ও সমাজ বাসযোগ্য হচ্ছে। আগামী দিনগুলোতে নাটোর প্রেসক্লাব সাধারণ মানুষের আশা-আকাংখার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে এই আশা প্রকাশ করেন বক্তারা ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাজ্জাকুল ইসলাম। নাটোর প্রেসক্লাবের সভাপতি মোঃ জালাল উদ্দিনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর কালেক্টরেট এর এনডিসি অনিন্দ্য মন্ডল, সিনিয়র রিপোর্টার এস এম সেদরুল হুদা ডেভিড ও এস এম মনজুর-উল-হাসান, নাটোর প্রেসক্লাবের উপদেষ্টা ও দৈনিক উত্তরবঙ্গ বার্তার সম্পাদক এডভোকেট মালেক শেখ, জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক প্রভাষক আকরামুল ইসলাম, নাটোর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন, সাবেক সাধারণ সম্পাদক ফারাজী আহম্মদ রফিক বাবন, যুগ্ম সম্পাদক ইসাহাক আলী ও এনটিভি’র স্টাফ রিপোর্টার হালিম খান। পরে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
বাংলা৭১নিউজ/জেএস