বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১১:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
দুপুরে দেশে আসবে নিহত ৮ বাংলাদেশির মরদেহ বিকেলে বসছে দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন গাজায় ইসরায়েলি হামলায় ৩৪৫৬৮ ফিলিস্তিনি নিহত মাজার জিয়ারত শেষে ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেলো ৫ জনের খুলনার জিরো পয়েন্টে রূপালী ব্যাংকের উপশাখা উদ্বোধন দ্বাদশ সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বৃহস্পতিবার শ্রমিক স্বার্থ নিশ্চিতে ইসলামী শ্রমনীতি প্রণয়নের বিকল্প নেই দেশব্যাপী বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস গরমে অসুস্থ হয়ে ঢামেক কর্মচারীর মৃত্যু দুই মাসের নিষেধাজ্ঞা শেষে নদীতে জেলেরা, মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেপ্তার এলপি গ্যাসের নতুন দাম জানা যাবে বৃহস্পতিবার চুয়াডাঙ্গা-যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড শিক্ষামন্ত্রীর চিঠির পর সমাবেশের ডাক দিলো ৩৫ প্রত্যাশীরা তীব্র গরম উপেক্ষা করে নয়াপল্টনে চলছে শ্রমিক সমাবেশ দিল্লির ১০০ স্কুল বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি! নাটোরে জামায়াত-শিবিরের ২০ নেতাকর্মী গ্রেপ্তার রেস্তোরাঁয় মডেলকে গুলি করে হত্যা ভুল চিকিৎসার অজুহাতে চিকিৎসকদের ওপর আক্রমণ ন্যক্কারজনক: স্বাস্থ্যমন্ত্রী গাম্বিয়ায় ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছে বাংলাদেশ

নাটোর আইনজীবী সমিতির নব-নির্বাচিত কমিটি শপথ গ্রহন

বাংলা ৭১ নিউজ
  • আপলোড সময় সোমবার, ৫ মার্চ, ২০১৮
  • ৪৬১ বার পড়া হয়েছে

বাংলা৭১নিউজ, মোঃ মনজুর-ই-মওলা সাব্বির, নাটোর প্রতিনিধি : নাটোর জেলা আইনজীবী সমিতি নব-নির্বাচিত কার্যকরী কমিটি শপথ গ্রহন অনুষ্ঠান হয়েছে। সোমবার বেলা ২টায় জেলা আইনজীবী সমিতির আয়োজনে সমিতির সম্মেলন কক্ষে এই শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার জেলা আইনজীবি সমিতির নির্বাচন কর্মকর্তা এ্যাড. শরিফুল হক মুক্তা।

শপথ গ্রহন অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাটোর জেলা ও দায়রা জর্জ রেজাউল করিম, চীফ জুডিশিয়াল ম্যাজিট্রেট হাবিবুর রহমান সিদ্দিকী। এছাড়াও অন্যন্যোর মধ্য বক্তব্য রাখেন নব-নির্বাচিত কমিটি সভাপতি এ্যাড. সিরাজুল ইসলাম পিপি, সাধারন সম্পাদক এ্যাড. লোকমান হোসেন বাদল, আইনজীবী সমিতি সাবেক সভাপতি রুহুল আমিন টগর, আইনজীবী সমিতি সাবেক সাধারন সম্পাদক আবদুল কাদের মোল্লাসহ প্রমুখ। এর আগে নব-নির্বাচিত কার্যকরী কমিটির সভাপতি ও সম্পাদকসহ সকল সদস্যদের ফুল দিয়ে বরন করে নেন এ্যাডভোকেট সোহেল রানাসহ বিভিন্ন আনইজীবিরা।

 

সমাজ সেবার  অর্থ বিতারন

নাটোরের নলডাঙ্গা উপজেলার বাঁশিলা গ্রামে গরিব ও অসহায় বন্যা ক্ষতিগস্থ দশ ব্যক্তির মাঝে নগদ অর্থ বিতারন করা হয়।

সোমবার বিকালে নলডাঙ্গা উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের পক্ষে থেকে নগদ বিশ হাজার টাকা বিতারন করেন নলডাঙ্গা উপজেলা নিবার্হী অফিসার মু রেজা হাসান।

এসময় উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইলিয়াস হাসান শেখ, ইউপি সদস্য আব্দুল মালেক ব্যাপারী, যুব লীগ নেতা শাহ আলম, মহিলা আওয়ামী লীগ নেতা হাজেরা বেগম প্রমুখ।

 

 

ছয় দফা দাবীতে মানববন্ধন

 

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের চলমান নিয়োগবিধিসহ অন্যান্য জরুরী চাকুরীগত সমস্যা দূরীকরণসহ ৬ দফা দাবীতে মাঠ কর্মীরা মানববন্ধন করেছে। সোমবার দুপুরে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ কর্মীরা সমিতির ব্যানারে নাটোর প্রেসক্লাবের সামনে এই কর্মসূচী পালন করে।

মানববন্ধনকালে বক্তব্য রাখেন সমিতির জেলা কমিটির সহ-সভাপতি শরিফ আহমেদ, সাধারণ সম্পাদক মাহবুব হাসান, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ফেরদৌসী খাতুন, মহিলা বিষয়ক সম্পাদিকা লাইলী বেগমসহ অন্যান্যরা।

এ সময় বক্তারা বলেন, মাঠ পর্যায়ে সকল কর্ম সম্পাদন করলেও তাদের কে টেকনিক্যাল পদমর্যাদা দেওয়া হয় না। তারা চলমান নিয়োগবিধির কাজ অতি দ্রুত সম্পন্ন করে ন্যায্য পদোন্নতিসহ জরুরী দাবীসহ বাস্তবায়ন করার দাবী জানান।

 

বাংলা৭১নিউজ/জেএস

শেয়ার করুন

এ জাতীয় আরও সংবাদ
২০১৫-২০২৩ © বাংলা৭১নিউজ.কম কর্তৃক সকল অধিকার সংরক্ষিত।
Theme Dwonload From ThemesBazar.Com